সন্তান মোবাইল ফোনে কী করছে, সতর্ক হোন এখনই
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বড় ধাক্কা লেগেছে দেশের আইনশৃঙ্খলার ওপর। ধকল কাটিয়ে এখনও বাহিনীগুলো পুরোপুরি কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। আর এই সুযোগে তৎপর হয়ে উঠেছে অপরাধারী।
সংবাদমাধ্যমগুলাতে হরহামেশাই উঠে আসছে হত্যা, ছিনতাই, ডাকাতি ধর্ষণের মতো ঘটনা। অপরাধ বিজ্ঞানীদের মতে, বিচারহীনতা অপরাধ প্রবণতাকে উসকে দেয়। সম্প্রতি অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে সেটিও একটি কারণ হতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রাতারাতি ঘুরে দাঁড়াবে; এই মুহূর্তে সেটি আশা করাও একটু কঠিনই মনে হচ্ছে। এই অবস্থায় নিজেদের সুরক্ষার জন্য সচেতনতা ও সতর্কতা খুব বেশি প্রয়োজন।
তবে সচেতনতা ও সতর্কতা দিয়ে যে সব ধরনের বিপদ থেকে নিজেকে মুক্ত রাখা যাবে তেমনটা নয়। আবার একটু সতর্ক হলেই যে কিছু বিপদ সহজেই এড়ানো যায়, সেটিও মিথ্যে নয়। সতর্ক ও সচেতন হলে যেসব বিষয়ে সুরক্ষিত থাকা যায়, তার মধ্যে সন্তানের নিরাপত্তা অন্যতম।
বর্তমানে প্রায়ই অনলাইনে প্রতরণা ফাঁদে পড়ে শিশুদের বিপদে পড়তে দেখা যায়। এর মধ্যে একটি বড় উদাহরণ, সম্প্রতি রাজধানীর হাতিরঝিল থেকে গণধর্ষণের শিকার এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনা।
প্রাথমিকভাবে জানা গেছে, অষ্টম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীর সঙ্গে অনলাইনে এক যুবকের পরিচয় হয়। এরপর ওই যুবক তাকে কৌশলে মহাখালীতে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর সে তার সহযোগীদের নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের পরে হত্যা করে।
ওই কিশোরীর লাশ উদ্ধারের দিনই আরেকটি ঘটনা দেশজুড়ে হইচই ফেলে দেয়। বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী মায়ের চিকিৎসার জন্য ঢাকার মোহাম্মদপুরে আত্মীয়র বাসায় অবস্থান করছিল। এরপর সেখান থেকে নিখোঁজ হয় সে। তবে ভাগ্যসুপ্রসন্ন ওই ছাত্রীর সঙ্গে খারাপ কিছু ঘটেনি। দুদিন পর নওগাঁ থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। আর ওই তরুণ প্রেমিকটির সঙ্গে তার পরিচয়ও অনলাইন প্ল্যাটফর্মে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লিখিত দুটি ঘটনার সঙ্গেই রয়েছে অনলাইনের সংশ্লিষ্টতা। আর তাই ফের অনলাইনে শিশুর নিরাপত্তার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে সন্তান কী করছে সে বিষয়ে বাবা-মা কিছুটা সতর্ক হলে এ ধরনের বিপদের ঝুঁকি অনেকটাই এড়ানো যায়।
বর্তমান সময়ে ইন্টারনেট, কম্পিউটা বা মোবাইল ফোন ব্যবহার থেকে সন্তানদের পুরোপুরি বিরত রাখা অনেকটাই কঠিন। আবার পুরোপুরি বিরত রাখলে হতে পারে হিতে বিপরীতও। তাই এক্ষেত্রে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। সন্তান মোবাইল ফোন বা ইন্টারনেটে কী করছে, কী দেখছে, কাদের সঙ্গে কথা বলছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু তাই বলে তো আর সন্তানের ঘরে বারবার উঁকি মেরে আপনার দেখা সম্ভব হবে না। এজন্য সবচেয়ে কার্যকরী হতে পারে সন্তানের সঙ্গে বাবা-মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সন্তান যেন আপনাকে ভয় না পেয়ে সাবলীলভাবে তার সব কথা আপনার সঙ্গে শেয়ার করতে পারে সেই ধরনের একটি পারিবারিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে যতটুকু পারেন সময় বের করে সন্তানদের সঙ্গে আড্ডা দিতে হবে। তাদের খোঁজ খবর নিতে হবে। কোনটি তাদের জন্য ক্ষতিকর হতে পারে সেটিও বোঝাতে হবে। নিজেও যতটা সম্ভব তাদের সামনে মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার এড়িয়ে চলতে হবে। তাদের জানাতে হবে অনলাইন থেকে কী কী ধরনের বিপদ হতে পারে। তবে তাদের ওপর চাপ প্রয়োগ করা ঠিক হবে না। তাতে তারা আরও বিগড়ে যেতে পারে। এক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি আপনাকে একটু কৌশলীও হতে হবে।
সাম্প্রতিক এক গবেষণা বলছে, সন্তান অনলাইনে উত্তেজক ও বেআইনি বিষয় খুঁজে ফেরে; সেটি প্রায় ৭০% বাবা-মা জানেনই না। অনলাইন থেকে অনেকেই সাইবার বুলিংসহ প্রতারণা, মাদক ও বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারে বলেও বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন।
অন্যদিকে, আইন ও সালিশ কেন্দ্রের একটি জরিপ বলছে, ৩৬% এর বেশি মেয়েশিশু অনলাইনে যৌন হয়রানির শিকার।
এক্ষেত্রে আপনি একটু কৌশলী হয়ে, সন্তানের অনলাইন ব্যবহারের ক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোলের আশ্রয় নিতে পারেন। এতে সন্তানের অনলাইন গতিবিধি নজরদারির পাশাপাশি তার সাইবার বুলিংসহ অনলাইন প্রতারণার ফাঁদে পড়া প্রতিহত করতে পারবেন।
পাশাপাশি সন্তান কোনো ভুল করে ফেললে বা ভুল পথে পা বাড়ালে তার ওপর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বরং তাকে আরও ভালোভাবে বোঝাতে হবে। যাতে সে ভবিষ্যতে একই ধরনের ঘটনার সঙ্গে না জড়িয়ে পড়ে। তাকে বারবার বোঝান, সতর্ক করুন, শোধরানোর সুযোগ দিন।
আর এক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো “গুড প্যারেন্টিং”। আজকাল “গুড প্যারেন্টিং” বিষয়ে অনেক বইপত্র রয়েছে, আপনি সেগুলোর আশ্রয় নিতে পারেন। পরামর্শ নিতে পারেন কোনো বিশেষজ্ঞেরও।
এই সংক্রান্ত আরো সংবাদ
আসিফ নজরুল: ছয় কমিশনের প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি
অন্তবর্তীকালীন সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারিবিস্তারিত পড়ুন
ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশলবিস্তারিত পড়ুন
আগরতলায় ভিসা সেবা চালু করছে বাংলাদেশ
নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর আবারও ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায়বিস্তারিত পড়ুন