সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরান সবচেয়ে অগ্রগামী

ইরানের প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মাহমুদ ওয়ায়েজি বলেছেন, দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরান অগ্রণী ভূমিকা পালন করছে।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানে অবস্থিত তুরস্কের দূতাবাসে তুর্কি প্রজাতন্ত্র ঘোষণার ৯৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ইরানের মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেছেন, অনেক দেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সঙ্গে হাত মিলিয়েছে এবং আমরা আশা করি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।
মাহমুদ ওয়ায়েজি তুরস্ক বিষয়ক ইরানের প্রেসিডেন্টেরও প্রতিনিধি। তিনি বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতা বিস্তারে তেহরানের গভীর আগ্রহের কথা উল্লেখ করে বলেছেন, দু’দেশই আঞ্চলিক অন্য দেশের সহযোগিতায় শান্তিপূর্ণ উপায়ে এ অঞ্চলে বিরাজমান সমস্যা সমাধানের চেষ্টা করছে।
ইরানের এ মন্ত্রী আরো বলেছেন, পারস্পরিক সহযোগিতার লক্ষ্য হওয়া উচিৎ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।
এ আলোচনা অনুষ্ঠানে তুর্কি রাষ্ট্রদূত রেজা হাকান তাকিনও সম্প্রতি তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরপরই এরদোগান সরকারের প্রতি ইরানের সরকার ও জনগণের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, যে কোনো দুর্যোগ ও জটিল পরিস্থিতিতে ইরান ও তুরস্ক সবসময় একে অপরকে সমর্থন দিয়ে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন