সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে আছি: শেখ হাসিনা
সেন্ট পিটার্সবুর্গের পাতাল রেলে বোমা হামলায় বিস্ফোরণে নিহতদের প্রতি শোক জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক বিবৃতিতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সেন্ট পিটার্সবুর্গের মেট্রো ট্রেনে সন্ত্রাসী হামলায় ১০ জন নিহতের ঘটনায় আমি শোকাভিভূত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই জঘন্য হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের জনগণ রাশিয়ার এই দুঃসময়ে তাদের পাশে আছে।”
সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে পাতাল রেলে বোমা হামলায় ১১ জন নিহত হন, আহত হন ৪৫ জন।
শেখ হাসিনা বলেন, “সন্ত্রাসী সন্ত্রাসীই, ধর্ম-বর্ণ যাই হোক না কেন, সভ্য সমাজে সন্ত্রাসীদের ঠাঁই নেই। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সর্বোতভাবে রাশিয়ার সঙ্গে আছি এবং আমরা একত্রে যৌথভাবে যাবতীয় সন্ত্রাসী তৎপরতা মোকাবেলা করব।”
স্বাধীনতা সংগ্রামের বন্ধু রাষ্ট্র রাশিয়া বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা দিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন