সন্ধ্যায় ঢাকা ফিরেছেন মোস্তাফিজ
সকালেই জানা গিয়েছিল, আজ সন্ধ্যা নাগাদ গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছেন মোস্তাফিজুর রহমান। এরপরই ডাক্তারদের দেয়া ব্যবস্থাপত্র এবং সূচি ধরে চলবে তার রিহ্যাব। সে অনুযায়ী সন্ধ্যায় সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে এলেন বাংলাদেশের কাটার মাস্টার।
নিজের বাড়ি থেকে প্রাইভেট কারে করে সোজা তিনি চলে যান যশোর বিমান বন্দরে। সেখান থেকে বিমানে করে এসে সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান। জানা গেছে, আপাতত বিসিবি একাডেমি ভবনেই অবস্থান করবেন তিনি। আপাতত ঢাকায় নিজের কোন বাসা না থাকার কারণে একাডেমি ভবনেই থাকবেন তিনি।
সকালেই বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন, ‘লন্ডন থেকে দেশে ফেরার পর এক সপ্তাহের ছুটিতে সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িত ছিলেন মোস্তাফিজ। এ সময়টা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও নিজে নিজেই কিছু সাধারণ অনুশীলন আর রিহ্যাব করবে। ছুটি কাটিয়ে ঢাকা ফেরার পর মূলত ফিজিওর কাজ শুরু হবে মোস্তাফিজকে নিয়ে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন