সন্ধ্যায় সাকিবের মুখোমুখি সাব্বির

বিপিএলের চতুর্থ আসরে দুই দলের শুরুটা হয়েছিল দু’ভাবে। বরিশাল বুলসকে আট উইকেটে হারিয়েছিল ঢাকা ডায়নামাইটস। আর রাজশাহী কিংস জয়ের দ্বারপ্রান্তে গিয়েও জিততে পারেনি। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের কাছে মাত্র তিন রানে হেরে যায় রাজশাহী। তাই ঢাকার লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রাখা। আর রাজশাহী কিংসের জন্য ঘুরে দাঁড়ানোর পালা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাকিব আল হাসানের ঢাকার মুখোমুখি হবে সাব্বির রহমানের রাজশাহী কিংস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যালেন নাইন ও সনি সিক্স।
রাজশাহী কিংসের খেলোয়াড়েরা :
সাব্বির রহমান (আইকন), ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সালমান হোসেন, ইবাদত হোসেন, দেলোয়ার হোসেন, রকিবুল হাসান, আবুল হাসান, রনি তালুকদার, ড্যারেন স্যামি, উপল থারাঙ্গা, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, উমর আকমল, কেসরিক উইলিয়ামস, মিলিন্ডা সিরিবর্ধনা।
ঢাকা ডায়নামাইটসের খেলোয়াড়েরা :
সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, সেকুগে প্রসন্ন, রবি বোপারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, উসামা মির, এভিন লুইস ও ওয়েন পারনেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন