সপ্তম অবস্থানেই আছে বাংলাদেশঃ রেটিং পয়েন্ট কমেছে পাকিস্তানের
অস্ট্রেলিয়া-পাকিস্তান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ হয়েছে আজ। এই সিরিজ শেষে ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে রয়েছে পাকিস্তান। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে সেরা অবস্থানে আছে অস্ট্রেলিয়া। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ।
এই সিরিজটি অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। আর ওই জয়ের পর পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছিল ৯০। অর্থাৎ, বাংলাদেশের চেয়ে তারা মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে ছিল।
এরপর অস্ট্রেলিয়াকে হারিয়ে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলার সুযোগ হয়েছিল পাকিস্তানের। কিন্তু তারা পরের তিনটি ম্যাচেই হেরে গেছে। ফলে, তাদের রেটিং পয়েন্ট এক কমেছে।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ফলে, বাংলাদেশের রেটিং পয়েন্ট চার কমে যায়। আগামী ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশ নিতে চলে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানের মধ্যে থাকতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন