সপ্তাহেই পাসপোর্ট মিলবে ভারতে

নিজ দেশের নাগরিকদের পাসপোর্ট সেবায় গতি আনতে দুটি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে এক সপ্তাহেই পাসপোর্ট পাবেন দেশটির নাগরিকরা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এখন থেকে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া সহজ হবে।
নতুন প্রক্রিয়া অনুযায়ী, সাধারণ ক্যাটাগরিতে আবেদন করা নাগরিকদের তিনটি নথি উপস্থাপন করতে হবে। সেগুলো হলো—আধার কার্ড (রেশন কার্ড), ভোটার পরিচয়পত্র (ইপিআইসি), স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (পিএএন)। এর সঙ্গে বাড়তি হিসেবে একটি হলফনামা জমা দিতে হবে (যাতে নাগরিকত্বের ঘোষণা, পরিবারের বিস্তারিত তথ্য এবং কোনো অপরাধ না থাকার তথ্য থাকবে)।
ভারতে এখন পর্যন্ত পাসপোর্ট পেতে এক মাস সময় লাগে। বিদ্যমান ব্যবস্থায় পুলিশি যাচাইয়ে (পুলিশ ভেরিফিকেশন) অনেক সময় লেগে যায়। নতুন ব্যবস্থায় পাসপোর্ট দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশন করা হবে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেতে কোনো বাড়তি অর্থ দিতে হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন