সফলতার সঙ্গে কাজ শেষ করেছি : বিদায়ী সিইসি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সফলতার সঙ্গে সব কাজ শেষ করেছি। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সক্ষমতারও প্রমাণ দিয়েছি।
নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ করার পর বুধবার বেলা ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাজী রকিবউদ্দীন বলেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ৫ ফেব্রুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছি।
সংবাদ সম্মেলনে সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী উপস্থিত ছিলেন। তারা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিলেন। আজ (৮ ফেব্রুয়ারি) তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়।
এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন। ফলে তিনি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্বপদে থাকছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন