সফল অপারেশন শেষে সুস্থ হয়ে দেশে ফিরলেন হেফাজত আমির

সফল অপারেশন শেষে ১১ দিন পর মালেশিয়া থেকে দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী।
বৃহস্পতিবার বেলা ৩টা ১৫ মিনিটে ইউএসবাংলা নামে একটি ফ্লাইটে করে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে স্নায়ু-নার্ভে লেজার অপারেশন করেন হেফাজত আমির।
হেফাজত আমিরের ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম জানান, মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে আল্লামা আহমদ শফীর স্নায়ু-নার্ভে লেজার অপারেশন সম্পন্ন হয়। সফল অপারেশন শেষে বিকালেই হেফাজত আমিরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তিনি মালেশিয়ার মালেন্দু এয়ার নামে একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌঁছান। এরপর বিকাল ৩টা ১৫ মিনিটে ইউএসবাংলা নামে একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান।
উল্লেখ্য, মাইগ্রেনের চিকিৎসার জন্য ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া যান হেফাজত আমির।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন