সবচেয়ে খারাপ অভিনেতা শাহরুখ খান!

সবচেয়ে খারাপ অভিনেতার খেতাব পেলেন বলিউডের কিং খান শাহরুখ খান। শুধু এখানেই শেষ নয়, সবচেয়ে খারাপ সিনেমার খেতাব পেয়েছে সালমান খান অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’।
গত কয়েক বছর ধরে বলিউদে কয়েকটি নতুন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রচলন শুরু হয়েছে। যেখানে সবচেয়ে খারাপ সিনেমা, অভিনেতা, অভিনেত্রী এবং বিভিন্ন ধরণের পুরস্কার দেয়া হয়। ২০১৬ সালে ষষ্ঠবারের মত দেয়া হচ্ছে ‘ঘণ্টা’ পুরস্কার। এই পুরস্কার মূলত অনলাইনে ভোট নিয়ে তা গণনা করার মাধ্যমে প্রদান করা হয়।
দিলওয়ালে সিনেমায় অভিনয় করার সুবাদে সবচেয়ে খারাপ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। শহীদ কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘শানদার’ সিনেমার পরিচালক সবচেয়ে খারাপ পরিচালক হিসেবে এবং সোনাম কাপুর সবচেয়ে খারাপ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন। গত রবিবার এই বিজয়ীদের তালিকা প্রকাশ করেন ঘণ্টা পুরস্কারের কর্মকর্তাগণেরা। সেখানে ১৪ ক্যাটাগরিতে ভোট নেয়া হয়। সেই ১৮ জনকে ঘণ্টা পুরস্কারে মনোনীত করা হয়েছে।–সুত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন