‘সবচেয়ে দ্রুত আরোগ্য লাভের রেকর্ড পাকিস্তানি ক্রিকেটার শেহজাদের’
পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ ক্রিকেট মাঠে অভিনয় করেন। আর সেজন্য তাকে অস্কার পুরষ্কার দেয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার ত্রিনিদাদে দ্বিতীয় টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান চাডউইক ওয়ালটনের সঙ্গে ধাক্কা লাগে শেহজাদের। ফিল্ডিং করতে গিয়ে ওয়ালটনের সঙ্গে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন তিনি।
এর পর বেশ কিছুক্ষণ মাঠেই পড়ে থাকতে দেখা যায় শেহজাদকে।
নেক ব্রেস পরিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। পরে অবশ্য চিকিৎসকরা জানান, তার কোনো চোট লাগেনি। হাসপাতাল থেকেই মাঠে ফিরে আসেন শেহজাদ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ দিকে ফিল্ডিংও করেন তিনি।
চোট নয়, গোটাটাই শেহজাদের অভিনয় দাবি করে ইকবালের কটাক্ষ, কোনো সন্দেহ নেই, অস্কার পেলেন আহমেদ শেহজাদ। ইনি কখনও বদলাবেন না! অনেক বড় অভিনয়।
শোয়েব আখতার, সাকলাইন মুস্তাক ও ওয়াসিম আকরামকে ট্যাগ করে আরেকটি টুইট করেন ইকবাল। তার দাবি, তারা সবাই নাকি আহমেদের অভিনয় দেখে মুগ্ধ। আর আহমেদের পড়ে যাওয়া দেখে হাসি থামাতেই পারছেন না ইকবাল। ইকবালের টুইটে রিপ্লাই দিয়ে জাভেদ আনসারি লেখেন, সবচেয়ে দ্রুত আরোগ্য লাভের রেকর্ড পাকিস্তানি ক্রিকেটার শেহজাদের!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন