সবচেয়ে বেশি বরাদ্দ অর্থবিভাগে
আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক বরাদ্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগে। এ বিভাগে প্রস্তাবিত বাজেট বরাদ্দ ৮৪ হাজার ১৩৩ কোটি টাকা, যা গতবছর ছিল ৯১ হাজার ৪৪৬ টাকা।
সবমিলিয়ে মন্ত্রণালয় ও বিভাগওয়ারি মোট বাজেট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ টাকা। যা গতবছর ছিল ২ লাখ ৯৫ হাজার ১০০ টাকা। এ হিসেবে গতবছরের চেয়ে ৪৫ হাজার ৫০৫ কোটি টাকা বেশি।
প্রস্তাবিত বাজেটে বিভাগওয়ারি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। মন্ত্রণালয়ে প্রস্তাবিত বাজেট বরাদ্দ রাখা হয়েছে ২৬ হাজার ৮৫৫ কোটি টাকা, যা বিগত বছর বছর ছিল ১৭ হাজার ১১২ কোটি।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দ ২০ কোটি টাকা, বিগত বছর ছিল ১৬ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৩২২ কোটি টাকা, যা বিগত বছর ছিল ৮০২ কোটি টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দ ৯৭ কোটি টাকা। জাতীয় সংসদের জন্য বরাদ্দ ২৯৫ কোটি টাকা। যা গেল বছরে ছিল ২০৩ কোটি টাকা।
নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২৯১ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৪৮৬ কোটি টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ২ হাজার ৭৮ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৪৯৮ কোটি টাকা। সরকারি কর্ম কমিশনে প্রস্তাবিত বরাদ্দ ৪৭ কোটি টাকা, বিগত বছর ছিল ৩৪ কোটি টাকা।
অর্থ বিভাগ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দ ২৩২ কোটি টাকা, বিগত বছর ছিল ১৬২ কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ২ হাজার ৩০১ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৮০০ কোটি টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ২ হাজার ৫২৯ কোটি টাকা, বিগত বছর ছিল ৯২৪ কোটি টাকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৯৩৩ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৮৩৯ কোটি টাকা। পরিকল্পনা বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৪১১ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৮৭ কোটি টাকা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে প্রস্তাবিত বাজেট ১৬২ কোটি টাকা, বিগত বছর ছিল ১৩৯ কোটি টাকা।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ৫০০ কোটি টাকা, বিগত বছর ছিল ৩৯৩ কোটি টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৫৫২ কোটি টাকা, বিগত বছর ছিল ৩৫৯ কোটি টাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ০৮৭ কোটি টাকা, বিগত বছর ছিল ৯০২ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ২২ হাজার ১১৫ কোটি টাকা, বিগত বছর ছিল ১৮ হাজার ৩৭৭ কোটি টাকা।
সশস্ত্র বাহিনী বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ২৯ হাজার কোটি টাকা, বিগত বছর ছিল ২১ হাজার কোটি টাকা। আইন ও বিচার বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৫২০ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৪৫ কোটি টাকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১৯ হাজার ২৮২ কোটি টাকা, বিগত বছর ছিল ১২ হাজার ৪০০ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ২২ হাজার ১৬০ কোটি টাকা, বিগত বছর ছিল ১৪ হাজার ৫০২ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ২ হাজার ৭০ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ১৫১ কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাবিত বাজেট ১৭ হাজার ৫১৬ কোটি টাকা, বিগত বছর ছিল ১২ হাজার ৭২৫ কোটি টাকা।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৪ হাজার ২৭৩ কোটি টাকা, বিগত বছর ছিল ৩ হাজার ২৫৭ কোটি টাকা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ২ হাজার ১৫১ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৬৭৯ কোটি টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৩০৭ কোটি টাকা, বিগত বছর ছিল ৩০২ কোটি টাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৩ হাজার ১২৩ কোটি টাকা, বিগত বছর ছিল ২ হাজার ৯২১ কোটি টাকা। তথ্য মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৮৩৯ কোটি টাকা, বিগত বছর ছিল ৬৫৮ কোটি টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৪২১ কোটি টাকা, বিগত বছর ছিল ৩৬৫ কোটি টাকা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৫২৪ কোটি টাকা, বিগত বছর ছিল ৪২৮ কোটি টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৯২২ কোটি টাকা, বিগত বছর ছিল ৮৩৫ কোটি টাকা।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ২৩ কোটি টাকা, বিগত বছর ছিল ২১ কোটি টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৮৩৫ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ২১৩ কোটি টাকা।
স্থানীয় সরকার বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ২১ হাজার ৩২৬ কোটি টাকা, বিগত বছর ছিল ১৮ হাজার ৮৭২ কোটি টাকা । পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৩৭৭ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৩৫১ কোটি টাকা। শিল্প মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৭১৩ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৩৭২ কোটি টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৬৮৫ কোটি টাকা, বিগত বছর ছিল ২৮৪ কোটি টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৯৭৩ কোটি টাকা, বিগত বছর ছিল ২ হাজার ৩৭ কোটি টাকা। কৃষি মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১৩ হাজার ৬৭৮ কোটি টাকা, বিগত বছর ছিল ১২ হাজার ৭০৩ কোটি টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৮০২ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৪৮৯ কোটি টাকা। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৩৩ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ২০ কোটি টাকা। ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৪৮৬ কোটি টাকা, বিগত বছর ছিল ৮৮৫ কোটি টাকা। পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৪ হাজার ৭১৩ কোটি টাকা, বিগত বছর ছিল ৩ হাজার ৮৮৬ কোটি টাকা। খাদ্য মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৮৪৯ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৮৯৯ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৮ হাজার ৫ কোটি টাকা, বিগত বছর ছিল ৭ হাজার ৪৪০ কোটি টাকা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ১০ হাজার ৯১১ কোটি টাকা, বিগত বছর ছিল ৭ হাজার ৯১২ কোটি টাকা।
রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ১১ হাজার ৯৭৫ কোটি টাকা, বিগত বছর ছিল ৭ হাজার ৭৫১ কোটি টাকা। নৌ-পরিবহণ মন্ত্রণালয় প্রস্তাবিত বরাদ্দ ২ হাজার ৫৫ কোটি টাকা, বিগত বছর ছিল ১ হাজার ৩৭৬ কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৫৪৯ কোটি টাকা, বিগত বছর ছিল ৩৭২ কোটি টাকা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ২ হাজার ৫১২ কোটি টাকা, বিগত বছর ছিল ২ হাজার ৩৭১ কোটি টাকা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৮৩৯ কোটি টাকা, বিগত বছরে ছিল ৭৭৯ কোটি টাকা।
বিদ্যুৎ বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ১৩ হাজার ৬৩ কোটি টাকা, বিগত বছর ছিল ১৬ হাজার ৫০৪ কোটি টাকা।
সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাবিত বরাদ্দ ১৫৫ কোটি টাকা, বিগত বছর ছিল ১১২ কোটি টাকা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৩ হাজার ১২ কোটি টাকা, বিগত বছর ছিল ২ হাজার ৬৭৯ কোটি টাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ৫৬০ কোটি টাকা, বিগত বছর ছিল ৪৩৯ কোটি টাকা।
দুর্নীতি দমন কমিশনে প্রস্তাবিত বরাদ্দ ৯১ কোটি টাকা, বিগত বছর ছিল ৬৩ কোটি টাকা। সেতু বিভাগে প্রস্তাবিত বরাদ্দ ৯ হাজার ২৮৯ কোটি টাকা, বিগত বছর ছিল ৮ হাজার ৯৫৩ কোটি টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে
শীতে ঠিক কোন-কোন নিয়ম মেনে চললে সন্তান দ্রুত সেরে উঠবে?বিস্তারিত পড়ুন
বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে চাষ হচ্ছে ‘নেদারল্যান্ডের লিলিয়াম’
দেশের মাটিতে নতুন সংযোজন লিলিয়াম ফুল। এটি শীতপ্রধান দেশের হলেওবিস্তারিত পড়ুন