সবথেকে পাতলা ফোন আনল ’স্যামসাং’
দেশের বাজারে সবথেকে পাতলা স্মার্টফোন আনল স্যামসাং৷ তারা ভারতের বাজারে আনল তাদের Galaxy A8 মডেলটি৷ নয়া এই মডেলটির ভারতের বাজারে দাম পড়বে ৩২ হাজার ৫০০ টাকা৷
স্যামসাংয়ের নয়া এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভার্সন৷ পাশাপাশি এই ফোনে রয়েছে ১.৮ গিগাহার্ৎজ প্রসেসর ও ২ জিবি ব়্যাম৷ স্যামসাংয়ের নতুন এই ফোনটির ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে৷ নয়া ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ এছাড়া খারাপ আলোতে ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ফ্ল্যাশের সুবিধা৷
৫.৭ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড স্ক্রিনের এই ফোনটির ইন্টারনাল মেমোরি ৩২ জিবি৷ তবে ব্যবহারকারী চাইলে এই মেমোরিকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়াতে পারবেন৷ পাশাপাশি ফোনটির ব্যাটারিও বেশ শক্তিশালী৷ নয়া মডেলে রয়েছে ৩০৫০ এমএএইচ ব্যাটারি৷ একাধিক রঙে দেশের বাজারে নয়া এই ফোনটি পাওয়া যাবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন