সবশেষে একাদশে নাসির; বাদ পড়লেন কে ?

দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে আগের দিনই টুইট করে জানিয়েছিলেন, একাদশ ঠিক করতে তার ঘুম হারাম হয়ে যাচ্ছে! একদিকে ক্রিকেটপ্রেমীদের আবেগ আরেকটি সঠিক কম্বিনেশন- এই দুইয়ের মধ্য থেকে বেছে নিতে পারছিলেন না তিনি। শেষ প্রর্যন্ত দুই দিক ঠিক রাখলেন কোচ। দর্শকদের বড় দাবি নাসির হোসেন স্থান পেলেন প্রথম টেস্টের একাদশে। তবে বাদ পড়ে আবার ফিরে আসা মুমিনুল হককে বাইরেই থাকতে হলো।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যেই টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন মুশফিকুর রহিম। ধারণা অনুযায়ীই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পেস সঙ্গী হয়েছেন শফিউল ইসলাম। সাকিব আল হাসানের দুই ঘূর্ণিসঙ্গী মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।
দুই বড় টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। তামিম ইকবালের ওপেনিং পার্টনার যথারীতি সৌম্য সরকার। ৩ নম্বরে ব্যাট করছেন ইমরুল কায়েস।
তবে চমক জাগিয়ে ৪ নম্বরের নামটি সাব্বির রহমানের! ৭ নম্বরে যথারীতি নিজের জায়গা ফিরে পেয়েছেন বহুল আলোচিত নাসির হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক+ উইকেটকিপার), সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন