সবাইকে পিছনে ফেলে বিপিএলের সেরা অধিনায়ক ড্যারেন সামি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের চতুর্থ আসর শেষ হয়েছে। শুক্রবার মিরপুরে ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে এবারের আসরের পর্দা নামে। রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস।
প্রত্যেক বড় বড় টুর্নামেন্ট শেষে ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটগুলো পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ নির্বাচন করে। এবারের আসরেও এর ব্যতিক্রম হয়নি।
ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকবাজ বিপিএলের এবারের আসরের সেরা একাদশ বাছাই করেছে। দলে চারজন বিদেশী খেলোয়াড় রাখা হয়েছে। কেননা বিপিএলের নিয়মানুযায়ী একটি একাদশে চারজনের বেশি বিদেশী খেলোয়াড় রাখা যাবে না।
তবে এবারের বিপিএল টুর্নামেন্টে সবাইকে তাক লাগিয়ে সেরা অধিনায়ক হয়েছেন ওয়েস্ট উন্ডিজের ড্যারেন সামি। তিনি শুরুর দিকে রাজশাহী কিংসের পারফরম্যান্স দেখে সবাই হতাশ ছিলেন।
তবে সেই দলকে ফাইনালে নিয়ে যান ক্যারিবীয় ব্যাটসম্যান ড্যারেন স্যামি। তাই তো সেরা একাদশের অধিনায়কও করা হয়েছে টুর্নামেন্টে ২৭৬ রান করা স্যামিকে।
ক্রিকইনফোর সেরা একাদশ: তামিম ইকবাল, মেহেদী মারূফ, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, ড্যারেন স্যামি (অধিনায়ক), মোহাম্মদ নবি, মুশফিকুর রহীম, ডোয়াইন ব্র্যাভো, আরাফাত সানি, শফিউল ইসলাম এবং জুনায়েদ খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন