সবাই আমার জন্য দোয়া করবেন : সাব্বির
ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে সাব্বির রহমানের প্রাইম ব্যাংক ও তাসকিন আহমেদের আবাহনী লিমিটেড। আর এ ম্যাচকে সামনে রেখে সবার কাছে দোয়া চেয়েছেন সাব্বির রহমান। মূল আসরটি শুরু হবে আগামী ২২ এপ্রিল থেকে।
ম্যাচের আগের দিন রাতে সাব্বির তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, ‘কাল (মঙ্গলবার) থেকে আমার ঢাকা প্রিমিয়ার লিগে শুরু হবে প্র্যাকটিস ম্যাচ দিয়ে আবাহনী টিমের সাথে তাই সবাই আমার জন্য দোয়া করবেন।’
এছাড়া সাব্বিরের প্রতিপক্ষ দল আবাহনীতে রয়েছে পেসার তাসকিন আহমেদ। তাকে টি২০ বিশ্বকাপ চলাকালীন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিাষদ্ধ ঘোষণা করা হয়। তবে তিনি ডিপিএলে অংশ নিতে পারবেন। সেখানে তার বোলিংয়ে কোনো ভুল ধরা পড়লে তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে। ৫০ ওভারের ম্যাচে তিনি ১০ ওভার বোলিং করার সুযোগ পাবেন। এই টুর্নামেন্টে খেলে পূর্ণ আত্মবিশ্বাস পেলেই তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পাঠানো হবে।
প্রাইম ব্যাংক স্কোয়াড : সাব্বির রহমান রুম্মন, কাজী নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, মেহেদী মারুফ, তাইবুর রহমান পারভেজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ইয়াসির আলী রাব্বী, মনির হোসেন খান, শেহনাজ আহমেদ, মোহাম্মদ আজিম, জনি তালুকদার ও ইয়াসির আরাফাত মিশু।
আবাহনী লিমিটেড স্কোয়াড : তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাভ কুমার নয়ন ও আবু বকর সিদ্দিকী।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন