সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব: ফেরদৌস
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রতি পূর্ণ আস্থা আছে বলে জানান দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস। নির্বাচন-পরবর্তী সময়ে আজ রোববার দুপুরে এ কথা জানান তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ওমর সানী ও অমিত হাসান প্যানেল থেকে নির্বাচন করে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফেরদৌস। তাঁর প্রাপ্ত ভোট ২৬১।
এই নির্বাচন কোটি টাকা আয় করার কোনো মাধ্যম নয় উল্লেখ করে ফেরদৌস বলেন, ‘গত দুদিন ধরে নির্বাচন ঘিরে কিছু অবান্তর মন্তব্য শুনছি। সবাইকে উদ্দেশ করে বলতে চাই, আরে ভাই, এই নির্বাচনে জয়ী হলে কেউ যে কোটি কোটি টাকা আয় করে ফেলবেন, তেমনটা নয়। এই নির্বাচনটা ঘরোয়া নির্বাচন। ঘরের প্রয়োজনে এই নির্বাচন করা হয়েছে। তিন প্যানেল থেকেই কমিটির সদস্যরা এসেছেন। যাঁরা পরাজিত হলেন, তাঁরা যে শিল্পী রইলেন না, এমনটা না কিন্তু। সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই সমিতি আমাদের সব শিল্পীর। এখানে সবাই মিলেমিশে থাকব। এটাই সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’
এবারের শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন ফেরদৌস। তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্ভেজাল একটা ভোট হয়েছে। কোনো কারচুপি হয়নি। কিন্তু গভীর রাতে সেখানে আমাদের গত আসরের সভাপতি (শাকিব খান) কেন গেছেন, তা বোধগম্য নয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন