সবার আগে ভারতে আসবে ‘XXX’, নিশ্চিত করলেন দীপিকা

টুইটারে বিষয়টি নিশ্চিত করলেন দিপীকা পাড়ুকোন। হলিউডে তার অভিষক মুভি ‘ত্রিপল এক্স (xXx): দ্য রিটার্ন অব জান্ডার কেজ’ এই বিশ্বে যেখানে যাই ঘটুক, আগে মুক্তি পাবে ভারতে।
আর এটি জানুয়ারির ১৪ তারিখেই প্রেক্ষাগৃহে ছাড়া হবে। বিশ্বের যেকোনো স্থানে মুক্তি পাওয়ার অন্তত সপ্তাহ খানেক আগেই তা ভারতে মুক্তি পাচ্ছে। এর আগে অবশ্য সিনেমার নায়ক হলিউড তারকা ভিন ডিজেল নিজেই বলেছিলেন, দীপিকার অনুরোধে ভারতে প্রথম প্রিমিয়ার দেখানো হবে। এবার দীপিকা দিন-তারিখ প্রকাশ করলে নিজের টুইটার অ্যাকাউন্টে।
প্রাথমিকভাবে ছবিটি ২০ জানুয়ারিতে মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিকভাবে নামকরা এই মুভি সিরিজে ভারতের শীর্ষস্থানীয় অভিনেত্রী থাকায় ভারতীয়রা বিশেষভাবে আগ্রহী। আর তাদের কথা চিন্তা করেই আগেভাগেই ভারতে মুক্তি দেওয়া হবে ত্রিপল এক্স।
গত কয়েক মাস ধরেই ভারতে দারুণ আলোচনার বিষয়ে ত্রিপল এক্স। একমাত্র কারণ নিঃসন্দেহে দীপিকা। এ ছাড়া ভিন ডিজেলের মতো তারকার ভক্ত গোটা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে। এ ছবির প্রথম দিকের কয়েকটি দৃশ্য ভারতের এবং দীপিকা কেন্দ্রিক ট্রেইলারের কারণে দেশটিতে ছবিটি নিয়ে দারুণ উত্তেজনা চলছে।
অবশ্য বিশ্বের অন্যান্য স্থানের আগে ভারতে হলিউডি ছবি মুক্তি দেওয়ার ধারণা এই প্রতম নয়। এর আগে ইনফার্নো আমেরিকার আগে ভারতে মুক্তি পায়। কারণ এ ছবিতে ছিলেন ইরফান। এমনকি জঙ্গল বুক সবার আগে ভারতে আসে।
ডিজে ক্যারুসো পরিচালতি ছবিতে ডিজেল এবং দীপিকা ছাড়াও আছেন আন্তর্জাতিক তারকা ডোনি ইয়েন, নিনা ডমরেভ, রুবি রোজ এবং স্যামুয়েল এল জ্যাকসন। সূত্র: হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন