সবার চেয়ে এগিয়ে সালমান-সানি

বলিউডের সুলতান খ্যাত তারকা সালমান খান। একের পর এক ব্যবসাসফল সিনেমা ভক্তদের উপহার দিয়ে চলেছেন তিনি।
অন্যদিকে বলিউড সেনসেশন সানি লিওন। আবেদনময়ী রূপ দিয়ে ভক্তদের মনে শিহরণ জাগিয়ে চলেছেন অনেকদিন ধরেই।
গত দশ বছরে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে এমন অভিনেতা এবং অভিনেত্রীর তালিকা সম্প্রতি প্রকাশ করেছে গুগল ইন্ডিয়া। আর এ দুই তারকার রয়েছেন ভারতে গুগল সার্চ ইঞ্জিনে সবেচেয়ে বেশিবার খোঁজা অভিনেতা-অভিনেত্রীর তালিকার শীর্ষে।
তালিকায় সবচেয়ে বেশিবার খোঁজা অভিনেতার তালিকার শীর্ষে সালমান খান। এরপরই রয়েছেন শাহরুখ খান এবং অক্ষয় কুমার। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত।
অভিনেত্রীর তালিকার শীর্ষে সানি লিওন। দ্বিতীয় অবস্থানে ক্যাটরিনা কাইফ। তারপরেই রয়েছেন কারিনা কাপুর এবং কাজল আগরওয়াল। দীপিকা পাড়ুকোন রয়েছেন পঞ্চম স্থানে।
ক্ল্যাসিক অভিনেতা এবং অভিনেত্রী খোঁজার তালিকায় এগিয়ে অমিতাভ এবং রেখা। অভিনেতাদের মধ্যে অমিতাভের পরে শীর্ষ পাঁচে রয়েছেন কমল হাসান, রজেশ খান্না, মিঠুন চক্রবর্তী এবং রাজকুমার।
অন্যদিকে তালিকায় রেখার পরেই রয়েছেন শ্রীদেবী এবং মধুবালা। হেমা মালিনী এবং জিনাত আমান রয়েছেন চতুর্থ এবং পঞ্চম স্থানে।
গত দশ বছরে গুগলে খোঁজা শীর্ষ পাঁচ সিনেমার প্রথমে রয়েছে-আমির খান অভিনীত সিনেমা পিকে। তারপরেই আছে বিদ্যা বালান অভিনীত কাহানি। ২০১৫ সালের সবচেয়ে আলোচিত সিনেমা বাহুবলি রয়েছে তালিকার তৃতীয় স্থানে। আশিকি-টু রয়েছে চতুর্থ স্থানে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে আমির খানের ধুম-থ্রি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন