সবার দৃষ্টি এখন বাংলাদেশ-ভারত সেমিফাইনালের আম্পায়ারিংয়ের দিকে, দেখুন থাকছেন যারা

প্রথমবারের মতো আইসিসি’র কোনো বড় আসরের সেমিফাইনালে বাংলাদেশ। আর তা নিয়ে ১৬ কোটি ক্রিকেটপ্রেমীর কৌতুহলের যেন শেষ নেই। তবে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে একটি বিষয়ে। তা হচ্ছে আম্পায়ারিং। কারণ প্রতিপক্ষ যে প্রতিবেশি বন্ধু দেশ ভারত।
আগামীকাল বুধবার থেকে শুরু হবে সেমিফাইনাল। ১৪ জুন প্রথম সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও ইংল্যান্ড। আর পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ-ভারত। আর তাই সবার দৃষ্টি এখন ওই ম্যাচের আম্পায়ারিংয়ের দিকে।
২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের কথা সবার-ই জানা। সেই ম্যাচের বিতর্কিত আম্পায়ারিং তীব্র সমালোচনার জন্ম দেয়। বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের সেই আম্পায়ারিংয়ের কারণেই বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে সবার মধ্যে আলোচনা। ক্রিকেটপ্রেমীদের আগ্রহেরও তুঙ্গে রয়েছে এ ম্যাচে আম্পায়ার থাকছেন কারা।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটেলবার্গ ও কুমার ধর্মসেনা। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন নাইজেল লং। আর ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রড।
প্রথম সেমিফাইনালে পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমাস ও রড টাকার। থার্ড আম্পায়ার থাকবেন ক্রিস গিফানি। ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ব্রুস অক্সেনফোর্ড। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন