সবুজ গালিচা নিয়ে আবারও অপেক্ষায় আয়ারল্যান্ড ! কাল মাঠে নামবে বাংলার টাইগাররা
জয়টা আসছে না কেবল। ব্যাটিং-বোলিং ভালো হচ্ছে দুটোই। প্রথম ম্যাচটা পরিত্যক্ত হওয়ার পর ২য় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মাশরাফি বিন মুর্তজার দল। প্রথম দুই ম্যাচে জয়শূন্য থাকা বাংলাদেশ দল তৃতীয় ম্যাচে জয়ের সন্ধানে মাঠে নামছে। ডাবলিনের মালাহাইডে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফিদের সামনে। তবে এই ম্যাচে আয়ারল্যান্ডের চেয়ে বাংলাদেশের প্রবল প্রতিপক্ষের নাম কন্ডিশন ও সবুজ উইকেট। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের সামনে সবুজ গালিচা সাজিয়ে রেখেছে আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে রান করা সহজ হলেও এই ম্যাচে ততটা সহজে বাংলাদেশকে রান দিতে রাজি নয় আইরিশরা।
এমনিতে ডাবলিনের মালাহাইডে অনেক রান হয়। এখানে প্রতি ইনিংসে গড়ে ২৮৫ রান তুলেছে দলগুলো। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা চিন্তা করে উইকেটে অনেক ঘাস রেখেছে স্বাগতিকরা। কারণটা অনুমেয়, স্পিনের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা যতোটা স্বচ্ছন্দে খেলে পেসার বিপক্ষে ততটা নয়। উপমহাদেশের ব্যাটসম্যানদের সহজাত দুর্বলতাকে কাজে লাগাতেই উইকেটে যথেষ্ট ঘাস রেখেছে আয়ারল্যান্ড। কেবল উইকেটই নয়, শুক্রবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে ইংলিশ কন্ডিশন। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে প্রবল প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল আয়ারল্যান্ড। স্বাগতিক পেসারদের দাপটে ৭০ রানেই চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ জুটিতে ম্যাচে ফিরেছিল টাইগাররা। তবে বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হয়ে যাওয়ায় জয়বঞ্চিত হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন টাইগার ব্যাটসম্যানরা। সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে ২৫৭ রান তুলেছিল বাংলাদেশ। তবে টম ল্যাথাম, নেইল ব্রুম ও জেমস নিশামের অর্ধশতকে সামনে চার উইকেটে হেরে যায় মাশরাফির দল।
নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়েই কাল মাঠে নামতে পারে বাংলাদেশ। যার অর্থ হচ্ছে, পেস আক্রমণের দায়িত্বে থাকবেন মাশরাফি, মুস্তাফিজ ও রুবেল। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত থাকছেন স্পেশালিস্ট অলরাউন্ডার হিসেবে, যাঁরা ঘূর্ণি বলের দায়িত্বও সামলাবেন। ব্যাটিংয়ে তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা তো ম্যাচের পর ম্যাচ নিজেদের সক্ষমতা দেখিয়ে চলেছেন। এখন দারুণ একটা ম্যাচের অপেক্ষায় আছেন ক্রিকেটভক্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন