সব উত্তেজনা জমা রইল শেষ দিনের জন্য। কঠিন পথ পাড়ি দিতে হবে পাকিস্তানকে
সব উত্তেজনা জমা রইল শেষ দিনের জন্য। যদিও সিডনি টেস্টে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। স্বাগতিকদের চাই ৯ উইকেট। অন্যদিকে পাকিস্তানকে জিততে হলে করতে হবে ৪১০ রান। পঞ্চম দিনে যে পথটা পাড়ি দেওয়া সফরকারীদের জন্য কঠিনই।
পাকিস্তানকে প্রথম ইনিংসে ৩১৫ রানে অলআউট করে ‘টি-টোয়েন্টি’ খেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিল সফরকারীদের ওপর। ৩২ ওভারে ২৪১ রান, টি-টোয়েন্টি ম্যাচ নয় তো কী! অধিনায়ক স্টিভেন স্মিথ যখন ২ উইকেট হারিয়ে ২৪১ রানে ইনিংস ঘোষণা করেন, তখনও চতুর্থ দিনে বাকি ছিল ১৬ ওভার। সেই সময়টাতে পাকিস্তানের ১ উইকেট তুলে নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ডেডিভ ওয়ার্নার ছিলেন আরও ভয়ঙ্কর। মাত্র ২৭ বলে তিনি খেলেন ৫৫ রানের ঝোড়ো ইনিংস। তার দেখানো পথে হেঁটেছেন পরের ব্যাটসম্যানরাও। অধিনায়ক স্মিথ ৪৩ বলে ৭৯ রান করে আউট হলেও ওপেনিংয়ে নামা উসমান খাজা ৯৮ বলে ৭৯* ও পিটার হ্যান্ডসকম্ব অপরাজিত ছিলেন ২৫ বলে ৪০* রানে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের রান তোলার গড় ছিল ৭.৫৩। টেস্টে এমন গড়ে রান তোলার পথে পাকিস্তানের সব বোলারের ওপরই ঝড় তুলেছিলেন ওয়ার্নার-স্মিথরা। তবে সবচেয়ে বেশি মার খেয়েছেন ইয়াসির শাহ। এই স্পিনার ২৪ ওভারে খরচ করেছেন ১২৪ রান। যা ১০ কিংবা তার বেশি ওভার বোলিংয়ের হিসাবে টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের উদাহরণ। ইয়াসিরদের পাড়ার বোলারে নামিয়ে এনে অস্ট্রেলিয়া ২৪১ রানে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৬৫ রান।
সেই লক্ষ্যে খেলতে নেমে দিনের শেষভাগে পাকিস্তান হারায় শারজিল খানের উইকেট। ৪০ রান করে তিনি আউট হয়েছেন নাথান লিওনের বলে। পঞ্চম দিনের খেলা শুরু করবেন আজহার আলী (১১*) ও নাইটওয়াচম্যান ইয়াসির শাহ (৩*)।
এর আগে মিসবাহ-উল-হকরা তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে যোগ করে ৩১৫ রান। যার মধ্যে ইউনিস খান একাই করেছেন ১৭৫ রান। অস্ট্রেলিয়ান বোলাররা তো তাকে আউটই করতে পারেননি। হার না মানা ১৭৫ রানের ইনিংস খেলার পথে ইউনিস মেরেছেন ১৭টি চার ও ৩ ছক্কা। ক্রিকইনফো
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন