বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সব বন্ধুরা বিয়ে করে ফেলছেন, হতাশায় তরুণির আত্মহত্যা

কাছের বন্ধুরা সব একের পর এক বিয়ে করে ফেলছেন। কিন্তু ৩১ বছর বয়সী ডেনিয়েলে সাউলের সম্পর্ক নিয়ে চলছে টানাপড়েন। মাঝে মধ্যে বান্ধবীদের বিয়েতে কনের সহচরী রূপেও দেখা যায় তাকে। জীবনে একটু স্থিত হতে এবং একটা সংসার গড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। অবশেষে হয়তো আর কোনো আশা-ভরসা দেখলেন না এই বিজনেস ডেভেপলার ম্যানেজার। আত্মহত্যা করলেন। বন্ধুরা তার নিজ বাড়িতে ঝুলন্ত লাশ খুঁজে পেলেন।

গত বছরের জুনে বন্ধুদের সঙ্গে ম্যানচেস্টারে নিজের অ্যাপার্টমেন্টে দারুণ মজা করে রাত কাটিয়েছেন। সেই সময়টা বিয়ে করে দাম্পত্য জীবনে প্রবেশ করতে দারুণ সংগ্রাম করে যাচ্ছিলেন। পাঁচ বছর আগে একটা সম্পর্ক ভেঙে যায় তার। ওটা নিয়ে মানসিক যাতনা তো ছিলই।

হঠাৎ করেই সাবেক প্রেমিকের সঙ্গে দেখা হয় তার। নিজের ফ্ল্যাটে তাকে নিমন্ত্রণ করেন। বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার সঙ্গেই নতুন করে সম্পর্ক জুড়ে নেওয়ার চিন্তা করছিলেন সাউল। সারারাত তারা এ নিয়ে কথা বলেন। কিন্তু প্রেমিকক রাজি করাতে পারেননি। ঠিক পরদিন সকালেই তিনি তার নিজের জীবনটাই নিয়ে নেন।

ঝুলন্ত দেহ তিন দিন পর তার ফ্ল্যাটে খুঁজে পান বন্ধুরা। তবে অনেকের মতে, সাউলের আত্মহত্যা আসলে এক ধরনের ‘ভুল রোমাঞ্চ’। ময়নাতদন্তকারী জিন হার্কিন জানান, আত্মহত্যা তার ধারাবাহিক পাগলাটে আচরণের পরিণতি বলেই মনে হচ্ছে। মিস সাউল দারুণভাবে মানসিক চাপের মধ্যে ছিলেন।

তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা মনে করছেন, সাউল কোনভাবেই আত্মহত্যা করতে পারে না।

তবে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা তার মধ্যে চলে এসেছিল বলে জানান হার্কিন। তা ছাড়া সারারাত তিনি প্রচুর মদ্য পান করেছিলেন। ফলে দেহে বিষাক্ত ক্রিয়া ছিল। ফলে কাজটি করতে আকস্মিক সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

লিভারপুলের এজ হিল ইউনিভার্সিটি থেকে এডুকেশন অ্যান্ড আর্ট বিষয়ে গ্র্যাজুয়েশন করেন সাউল। বন্ধুরা জানান, তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। দাম্পত্যজীবন শুরু করতে চাচ্ছিলেন। বেশ মেধাবী এবং মজার মানুষ ছিলেন। আত্মহত্যার বেশ কিছু দিন আগে থেকেই বন্ধুদের মাঝে মাঝেই নিজের ফ্ল্যাটে দাওয়ার করতেন তিনি।

সাউলের মা কারেন সাউল জানান, দুজনের সঙ্গে সাউলের দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। শেষের জনের সঙ্গে সম্পর্কে ৫ বছর আগে ভেঙে যায়। সম্ভবত সাবেক প্রেমিকের সঙ্গে দেখা হওয়ার পর আরো মানসিক চাপে ভুগছিলেন। তা ছাড়া সম্পর্ক নতুনভাবে জুড়ে নিতে চাচ্ছিলেন। কিন্তু বনিবনা হয়নি। সেই কারণে হতাশা থেকে এমন চরম সিদ্ধান্তে আসেন তিনি।

আবার যে চাকরিটি করতেন সেখানকার বসের সঙ্গেও বেশ সমস্যা চলছিল। আবার কাছের সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছিল। তাই নিজেই করতে দারুণ উৎসাহী হয়ে উঠেছিলেন তিনি।

মা আরো জানালেন, মেয়েটা তার সাময়িক সমস্যা দূর করতে স্থায়ী সমাধান বেছে নিলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ
  • রিয়াদে সৌদি আরবের সঙ্গে দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ