সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে ভোট করার নির্দেশ
দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত পরিচালনা পর্ষদকে দায়িত্ব দিতে ৩০ দিনের মধ্যে অ্যাডহক কমিটি করে নির্বাচন করার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
রায়ে স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে স্থানীয় সংসদ সদস্যের সভাপতি পদে মনোনীত হওয়ার বিধানও বাতিল করা হয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গত ১ জুন বিষয়টির ওপর সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলো। আজ ৪১ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ আজ সাংবাদিকদের একথা জানান। রায়ে ১২ দফা নির্দেশনা ও পর্যবেক্ষণ দিয়েছে বলে জানান তিনি। ইউনুছ আলী আকন্দ বলেন, নির্দেশনার মধ্যে রয়েছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদে সংসদ সদস্যদের সভাপতি পদ বাতিল ঘোষণা। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কমিটি বাতিল। আইন থেকে বিশেষ কমিটি গঠনের ৫০ ধারা বাতিল।
শিক্ষা সচিব, আইন সচিব ও ঢাকা বোর্ডেকে সংশ্লিষ্ট সব আইন ৬০ দিনের মধ্যে সংশোধন করতে বলা হয়েছে । সব শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ দিনের মধ্যে অ্যাডহক কমিটি করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদের সভাপতি ঠিক করার বিধান তৈরি করতে হবে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ পরিচালনার জন্য গত বছরের ৩১ ডিসেম্বর বিশেষ কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী ইউনুছ রিট আবেদনটি করেন।
ইউনুছ আলী বলেন, প্রবিধানমালার ৩৯ বিধান অনুসারে এডহক কমিটির মেয়াদ ছয় মাস। অথচ ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এ পর্যন্ত চার বার এডহক ও দুই বার বিশেষ কমিটি গঠন করা হয়। এটি ৩৯ বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে রিটে তিনি দাবি করেন। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে। ওই কমিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
পরে এ রিটে ২০০৯ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা এর ৫ ও ৫০ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে সম্পূরক আবেদন করা হয়। বিধান ৫ এ গভর্নিং বডির সভাপতি মনোনয়ন বিষয়ে এবং বিধান ৫০ বিশেষ ধরনের গভর্নিং বা ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে বলা আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন