সমকামিতার অভিযোগে ছাদ থেকে ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর!
সমকামিতার অভিযোগে এক ব্যক্তিকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে মৃত্যুদ- কার্যকর করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে দেয়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাত এবং চোখ বাঁধা অবস্থায় উঁচু ভবনের ছাদ থেকে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলা দেয়া হয়।
নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাটি ঘটেছে ইরাকের আল-ফুরাত প্রদেশে।
আইএসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিহত ওই ব্যক্তি সমকামিতায় লিপ্ত ছিল। অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদ- কার্যকরের আগে তাকে ইসলামিক আদালতে বিচার করা হয়।
ভিডিওতে দেখা যায়, সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে। ছাদে ওই ব্যক্তিকে ঘিরে ছিল বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী।
এছাড়া ভবনের নিচে সাধারণ মানুষ এবং জঙ্গিদের জটলা লক্ষ্য করা যায়। ভবনের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয় অভিযুক্ত ‘সমকামীর’।
সমকামিতাকে ইসলামের পরিপন্থী ব্যাখ্যা দিয়ে আইএস এর আগেও বেশ কয়েকটি মৃত্যুদ- কার্যকর করেছে এভাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন