সমকামীদের জন্য ভারতে বিশেষ ট্যাক্সি সার্ভিস
ভারতের মুম্বাই শহরে প্রথমবারের মত সমকামী ও হিজড়াদের জন্য বিশেষ ট্রাক্সি সার্ভিস চালু করা হয়েছে।
উইংস ট্রাভেল এবং হামসাফার ট্রাস্ট নামে দু’টি প্রতিষ্ঠানের সহায়তায় সমকামীদের সংগঠন রেইনবো এ সেবা চালু করেছে। এর মধ্যে হামসাফার একটি এনজিও প্রতিষ্ঠান। আর উইংস ট্রাভেসল পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় ভারতে কাজ করা হামসাফার ট্রাস্ট আশা করছে চলতি বছরের মধ্যেই মুম্বাইয়ের রাস্তায় সমকামী ও হিজড়াদের জন্য ১৫’শ গাড়ি চলাচল করবে।
রেইনবো প্রকল্প পরিচালক গনেশ সন্যাসী আলজাজিরাকে বলেন, ‘যখন কোন সমকামী বা হিজড়া যারা রাস্তায় ভিক্ষা করে, তারা সমগোত্রীয়দের মুম্বাই শহরে ট্যাক্সি চালাতে দেখবে। তখন তারাও চাইবে এর অংশীদার হতে।’
হামসাফার ট্রাস্টের পরামর্শক চৌহান আলজাজিরাকে বলেন, ‘আমাদের মত অনেকেই আছে যারা রাস্তায় যৌন কর্মী হিসেবে কাজ করে। ক্যাবে ড্রাইভিং শুধু আমাদের একটা চাকরির নিশ্চয়তাই দেবেনা বরং সম্মান ও গ্রহনযোগ্যও করে তুলবে।’
সরকারি হিসাবে মতে ভারতে প্রায় ২৫ লাখ সমকামী রয়েছে। ২০১৪ সালে মুম্বাই সুপ্রিমকোর্টে হিজড়াদের সমঅধিকার প্রদানের লক্ষ্যে একটি আইন পাশ করা হয়েছিল। সমগ্র ভারতে এখনো সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন