সমকামী গল্পের সিনেমা ‘কা বডিস্কেপস’র সেন্সর আটকে গেল (ভিডিও)

সম্প্রতি ভারতীয় সেন্সরবোর্ড ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র সেন্সরশীপ আটকে দিয়েছে। এবার সেন্সরবোর্ডের টার্গেটে মালয়ালম ছবি ‘কা বডিস্কেপস’।
‘কা বডিস্কেপস’ সিনেমার মূল বিষয় সমকাম। আর সে কারণেই ছবির মুক্তি আটকে দেওয়া হয়েছে। সেন্সরবোর্ড ছবিটি আটকে দেওয়ার কারণ হিসেবে লিখিত বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিনেমায় হোমোসেক্সুয়াল রিলেশনশিপকে প্রাধান্য দিয়ে তা তুলে হয়েছে।’
গত বৃহস্পতিবার ফেসবুকে পরিচালক জায়ান চেরিয়ান লিখেছেন, সেন্সরবোর্ডের চেয়ারপার্সন মিস্টার পহলাজ নিহালনি আমার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন।
সেন্সর বোর্ডের চিঠিতে আরও জানানো হয়েছে, এই ছবি হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করেছে। সমকাম সম্পর্ককে খুব খারাপ ভাবে দেখানো হয়েছে। পরোক্ষ ভাবে এক হিন্দু সংগঠনের কাজকর্ম দেখানো হয়েছে, তাদের অনুমতি না নিয়েই। সব মিলিয়ে কোনও ভাবেই এই ছবিকে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়।
এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই ফের সেন্সর কর্তাদের চোখ রাঙানি নিয়ে সরব সিনে দুনিয়া। প্রশ্ন উঠেছে, কোনটা দেখা উচিত, আর কোনটা নয় সেটা তো দর্শকরাই বিচার করবেন। ইন্ডিয়া ডটকম, ইন্ডিয়ান এক্সপ্রেস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন