সমরেশ মজুমদারের প্রেমে পড়েছিলেন স্পর্শীয়া

তরুণ প্রজন্মের প্রিয় মডেল ও অভিনেত্রীদের মধ্যে একজন অর্চিতা স্পর্শীয়া। মডেলিং ও অভিনয়—দুই মাধ্যমেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। স্পর্শীয়ার সঙ্গে আলাপকালে জানতে চেয়েছিল তাঁর জীবনের প্রথম কিছু ঘটনার কথা।
প্রথম স্কুল : সেন্ট জিলানিজ টিউটোরিয়াল স্কুল। স্কুলটি পুরান ঢাকায় অবস্থিত। এই স্কুলে এক বছর পড়েছিলাম।
প্রথম শিক্ষক : আমার আম্মু সুজান হক। আম্মুর কাছে আমার প্রথম হাতেখড়ি হয়েছিল। আমি পড়াশোনায় অনেক মনোযোগী ছিলাম। এখনো আমি নতুন কিছু শিখতে অনেক পছন্দ করি।
প্রথম বিজ্ঞাপন : মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের প্রথম বিজ্ঞাপনের মডেল হয়েছিলাম আমি। দলবল প্যাকেজের বিজ্ঞাপন ছিল। এটা ২০১১ সালের কথা। প্রথম বিজ্ঞাপনেই অনেক সাড়া পেয়েছি।
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা : আমি একদম নার্ভাস ছিলাম না। নতুন কোনো কিছু করতে সব সময় আমার মজা লাগে। প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে শট দিতেও অনেক ভালো লেগেছিল।
প্রথম অভিনীত নাটক : এয়ারটেল নিবেদিত নাটক ‘অরুণোদয়ের তরুণদল’। নাটকটি পরিচালনা করেছেন সামির আহমেদ। আমার সহশিল্পী ছিলেন এফ এস নাঈম ভাইয়া। নাটকে অভিনয়ের সময়েও ক্যামেরার সামনে আমি স্বাভাবিক ছিলাম।
প্রথম পারিশ্রমিক : প্রথম বিজ্ঞাপনটিতে কাজ করে আট হাজার টাকা পেয়েছিলাম। এটা আমার জীবনের প্রথম পারিশ্রমিক ছিল। টাকাটা দিয়ে পরিবারের সবার সঙ্গে বাইরে রেস্টুরেন্টে খেয়েছিলাম।
প্রথম অভিনীত চলচ্চিত্র : একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল। নাম ‘ডে অব লাভ’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রিয়াদ আরফিন। চলচ্চিত্রটি দেশের বাইরের বিভ্ন্নি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।
প্রথম হলে দেখা চলচ্চিত্র : ছোটবেলায় আম্মুর সঙ্গে মধুমিতা হলে গিয়ে ‘বেবিস ডে আউট’ ছবিটি দেখছিলাম। আমার স্পষ্ট এখনো মনে আছে, ছোটবেলায় প্রতি সপ্তাহে সিনেমা হলে গিয়ে আম্মুর সঙ্গে আমি সিনেমা দেখতাম।
প্রথম প্রেম : ছোটবেলায় লেখক সমরেশ মজুমদারের প্রেমে পড়েছিলাম। তখন তো অনেক অবুঝ ছিলাম। সমরেশ মজুমদারকে তখন বিয়েও করতে চাইতাম। তাঁর লেখা অনেক উপন্যাস আমার প্রিয়। বিশেষ করে তাঁর ‘গর্ভধারিণী’ উপন্যাসটি আমার ভীষণ ভালো লেগেছে। জয়িতা চরিত্রটিও আমার অসম্ভব প্রিয় একটি চরিত্র। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে আমি করব। এ ছাড়া সংগীতশিল্পী কিশোর কুমারকেও আমার ভীষণ ভালো লাগত।
প্রথম পড়া বই : অ্যান্ডারসনের লেখা প্রথম বই পড়েছিলাম। কোন গল্পটা প্রথম পড়েছি, সেটা এখন মনে নেই। ছোটবেলায় আমি বইয়ের পোকা ছিলাম। প্রচুর বই পড়তাম।
প্রথম শাড়ি পরা : ছোটবেলায় স্কুলের একটি নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রথম শাড়ি পরেছিলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন