সমস্যায় অস্ট্রেলিয়ার নির্বাচকরা, ছিটকে গেলেন স্মিথ, নিউজিল্যান্ডে অধিনায়ক কে?
ছিটকে গেলেন স্টিভেন স্মিথ। অ্যাঙ্কেলের চোটের কারণে নিউজিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক। অ্যাডিলেডে শুক্রবার সকালে স্মিথ সাংবাদিকদের বলেন, ‘এক ঘণ্টা আগে সিদ্ধান্ত হয়েছে যে, আমি নিউজিল্যান্ড সিরিজে থাকছি না। আমার বাঁ অ্যাঙ্কেলের মেডিয়াল লিগামেন্টে চোট আছে। সেরে উঠতে ৭-১০ দিন সময় লাগবে। আমি প্রথম ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারব না, দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগেও সম্ভাবনা নেই। সুতরাং তারা চিন্তা করেছে ভারত সফরের আগে আমাকে বিশ্রাম দেওয়ার সুযোগ এটা।’
স্মিথের চোটে খানিকটা সমস্যায় পড়েন গেলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কারণ নিউজিল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দেবেন কে? ফেব্রুয়ারির শেষ দিকে ভারর সফর। সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে তাই ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তার জায়গায় দলে এসেছেন অ্যারন ফিঞ্চ।
নিউজিল্যান্ড সফরে এখনো স্মিথের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আজকের মধ্যেই এটি চূড়ান্ত করবেন তারা। এদিন তারা অধিনায়কও ঠিক করে দেবেন। কিন্তু কাকে অধিনায়ক করা হবে? ওয়ার্নারকে আবার দলে ডাকা হবে নাকি ফিঞ্চ কিংবা অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে?
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন