বললেন ফখরুল
সমাবেশস্থল বন্ধ করে দিচ্ছে সরকার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিভিন্ন সভা-সমাবেশস্থল বন্ধ করে দিচ্ছে।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভার প্রস্তুতি নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথসভা শেষে ফখরুল এ অভিযোগ করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আগে পল্টন ময়দানে জনসভা করতাম। পল্টন ময়দানে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে সেটাকে বন্ধ করে দিয়েছে। আমরা মুক্তাঙ্গনে সভা করতাম। সেই মুক্তাঙ্গন বন্ধ করল আওয়ামী লীগ।’
‘এর পরই নতুন করে আইন করে পুলিশ যে এখন বাধা দিচ্ছে এটি দেখিয়ে যে, অনুমতি না নিলে, পুলিশের কাছ থেকে অনুমতি না নিলে কোনো সভা করা যাবে না। এটা গণতন্ত্রের মৌলিক যে বিষয়, সেই বিষয়ের পরিপন্থী।’
মির্জা ফখরুল বলেন, অনুমতি চাওয়ার পরও বিরোধী দল যাতে সুষ্ঠুভাবে সভা -সমাবেশ করতে না পারে সে জন্য সময়ক্ষেপণ করে শেষ মুহূর্তে অনুমতি দেওয়া হয়। ফলে সভা-সমাবেশের প্রচার চালানোরও সময় পাওয়া যায় না। নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিএনপি বাংলাদেশের এক নম্বর রাজনৈতিক দল। ৭ নভেম্বরের জনসভায় তা প্রমাণ করার প্রস্তুতি নিতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন