সমাবেশে খালেদার উদ্দেশ্যে মতিয়ার হিন্দি গান

খালেদা জিয়ার সমালোচনার জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী হিন্দি গান বেছে নিলেন। মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়ার নতুন আবিষ্কার ১৯৭১ সালে নাকি ৩০ লক্ষ লোক শহীদ হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মে ভুল গেয়া তো সাথ মাগার, তেরা পেয়ার নেহি ভুলে।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় খালেদার তীব্র সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, “একাত্তরে মুক্তিযোদ্ধারা কী করেছিল আপনি কিভাবে জানবেন। আপনি তো পাকিস্তানের মেহমান ছিলেন। আপনি এখনও পাকিস্তানের মেহমানি ভুলতে পারেনি। এটা প্রমাণ করে- পাকিস্তানের অনুচর হিসেবে এদেশে রাজনীতি করার দায়িত্ব আপনার উপর পড়েছে। ”৫ জানুয়ারি বিএনপি বিলাপ দিবস পালন করছে বলেও দাবি করেন আওয়ামী প্রেসিডিয়াম সদস্য মতিয়া।
তিনি বলেন, “খালেদা জিয়া ৫ জানুয়ারির আগে তাণ্ডব চালিয়ে নির্বাচন বন্ধ করতে চেয়েছিল কিন্তু পারে নাই। আজ আমরা পালন করছি গণতন্ত্র বিজয় দিবস। আর উনি করছেন বিলাপ দিবস। পৌরসভা নির্বাচনে এসে খালেদা জিয়া এটা পরিষ্কার করেছেন- গাধা পানি খায় তবে ঘোলা করে খায়। আপনি রাজনীতিকে ঘোলা করেছেন।”
কৃষিমন্ত্রী বলেন, “আপনি শহীদদের যতই দৃষ্ঠতা দেখাননা কেন, তারা এ দেশে অমর হয়ে থাকবে। দেশের ফসলের মাঠ, নদীর স্রোতে তারা চির অম্লান হবে।দেশে র জনগণ এই অমরদের কোন দিন ভুলবে না।” সমাবেশে মতিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মা সেতু।
পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে মতিয়া বলেন, আওয়ামী লীগ জিতেছে, জিতবে। সিটি করপোশনে জিতেছি, উপজেলা নির্বাচনে জিতেছি, পৌরসভা নির্বাচনেও জিতেছি। সামনে ইউপি নির্বাচনে জিতবে আওয়ামী লীগ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন