সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিলেন সাকিব
ক্রিকেটীয় ভাষায় বললে, তার নাকি ম্যাচিউরিটি ও টেম্পারমেন্টের অভাব। কেবল তাই নয়, বিপদের সময় নাকি সাকিবের ব্যাট হাসে না। বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে এগুলো সমালোচকরা অহরহই বলে থাকেন। নিউজিল্যান্ড সিরিজে ডাবল সেঞ্চুরির পর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও ব্যাট হাতে খারাপ করেননি সাকিব। তবে গল টেস্টের দুই ইনিংসে রান না পাওয়ায় শুরু হয়ে যায় সমালোচকদের সমালোচনা।
গতকাল শেষ বিকেলে এসেই লঙ্কান বোলারদের বেদম পেটানো নিয়েও তো কম সমালোচনা হয়নি। বাংলাদেশের ব্যাটিং কোচ থিলান সামারাবিরাও সাকিবের ব্যাটিংয়ের সমালোচনা করেন। চারপাশ থেকে ভেসে আসা সমালোচনাগুলোকে ব্যাট দিয়েই সীমানা ছাড়া করলেন সাকিব আল হাসান।
সাকিবের সেঞ্চুরিতে কলম্বো টেস্টে লিড পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ১৫৯ বলে ১১৬ রান করেন তিনি। সান্দাকানের বল উড়িয়ে মারতে গিয়ে চান্দিমালের দারুণ ক্যাচে পরিণত হন তিনি। গতকাল সান্দাকানের বলে সাকিবের সহজ ক্যাচ ফেলে দেন থারাঙ্গা। তখন তাঁর রান ছিল মাত্র ১৫। জীবন পেয়ে আরো ১০১ রান যোগ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এ বছর ডাবল সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ রানের কোটা পার করেছেন সাকিব।
সাকিবের শতক ও মোসাদ্দেক হোসেন সৈকতের অর্ধশতকে কলম্বো টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে বড় রানের লিড নিতে যাচ্ছে মুশফিকের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন