সমালোচনা না করে বন্যার্তদের পাশে দাঁড়ান, বিএনপিকে সড়কমন্ত্রী
বিএনপি বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দ্যেশ করে তিনি বলেন, ‘ দুর্গত মানুষের বিপদের সময় আপনারা তাদের পাশে দাঁড়ান। অযথা মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করবেন না।’
শনিবার মানিকগঞ্জের শিবালয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
গত প্রায় এক মাস ধরে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৬টিরও বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে। এই অবস্থায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সম্পদশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছে আওয়ামী লীগও।
তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন সরকার দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে না।
বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শোকের মাসে আমরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়াই- তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। কারণ তিনি সারা জীবন এই মানুষদের জন্যই কাজ করে গেছেন’।
মন্ত্রীর ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন