সমালোচনা নিয়ে ভাবছেন না সাকিব

নিউজিল্যান্ড সফরে দল ব্যর্থতার গোলকে বন্দী থাকলেও সমহিমায় উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডসহ এই সফরে সাকিবের ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ হয়েছে আরও। যদিও সাকিবের ভালো পারফরমেন্স দলীয় সফলতা এনে দিতে পারেনি কোনো ম্যাচেই। আর এ নিয়ে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে সহ্য করতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত সমালোচনাও।
তবে সাকিব জানালেন, এসব সমালোচনা গায়ে মাখছেন না তিনি। সম্প্রতি জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ব্যক্তিগত অর্জন কিংবা সমালোচনা- এখন আর ভাবেন না কোনোটা নিয়েই, ‘অনেক দিন হল ক্রিকেট খেলছি। সে কারণেই কি না, এখন আর কোন কিছুই স্পর্শ করে না। শুধু খেলে যাই, কী হলো না হলো ভাবি না। ল্যান্ডমার্ক ছোঁয়া নিয়ে আমার বাড়তি কোনো উচ্ছ্বাস নেই। যেমন সমালোচনা নিয়েও বেশি ভাবি না। কম দিন তো আর হলো না এসব শুনছি!’
চারটি অর্ধশতক ও একটি দ্বিশতক হাঁকিয়েও সফর শেষে সমালোচনার তীরে বিদ্ধ হওয়া সাকিব স্থির কণ্ঠেই জানান, দলের প্রয়োজনে জাতীয় দল থেকে বাদ পড়লেও কষ্ট নেই তার! সম্প্রতি বিসিবি সভাপতিসহ ক্রিকেট সংশ্লিষ্টদের সাকিব-নিন্দায়ই হয়ত এমন অভিমানী কণ্ঠ তার, ‘দল যদি মনে করে আমাকে আর দরকার নেই, তাহলে দলে নেবে না। ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, চেষ্টা করেছি ভালো খেলার। এখনও তাই করি, করে যাবও। আমার ক্রিকেট দর্শনটা এমনই। এখন কারও ভালো না লাগলে বাদ দিয়ে দেবে।’
উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের ব্যর্থতা সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপকালে সম্প্রতি সাকিবের ‘ভালো কিন্তু দলের জন্য অকার্যকর’ পারফরমেন্সের অদ্ভুত সমালোচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন