সমুদ্রে অমিতাভ-নাতনির পার্টি, সঙ্গে শাহরুখ-পুত্র! [ভিডিও সহ]

বলিউডে তারকা হওয়ার বহু আগেই আলোচনায় চলে আসেন বিশেষ ‘সুবিধাপ্রাপ্ত’ একদল ছেলেমেয়ে। এরা হলেন তারকাদের সন্তান, বা তারকা পরিবারের সন্তান। এরা সিনেমায় নাম লেখাবেন কী লেখাবেন না, এ নিয়ে আগ্রহের অন্ত থাকে না মিডিয়ার। এ সময়ে এই দলের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এখন নিঃসন্দেহে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবং অমিতাভ বচ্চনের নাতনি নব্য নভেলি নন্দ। দুজনে মিলে চুটিয়ে প্রেম করছেন, এমন গল্পের শুরু হয়েছে আগেই। সবশেষ খবর, এক সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন দুজনে, তবে কোথায় তা কেউই জানে না!
আরিয়ান ও নব্য, দুজনেই একই স্কুলে পড়ালেখা করেছেন। বেশিদিন হয়নি তাদের হাইস্কুলের পাট ফুরিয়েছে। এরই মধ্যে এক সঙ্গে কয়েকটি পার্টিতে একান্ত ছবি এবং আরও কিছু ছবির কারণে আলোচনায় চলে আসেন দুজনেই। বিষয়টিকে অনেকেই বলিউডে প্রবেশ করার পূর্বপ্রস্তুতি হিসেবেও মনে করছেন এবং এই পুরো বিষয়টিকেই মিডিয়ার আগ্রহ তৈরি করার একটি প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করছেন।
কোথায় বেড়াতে গিয়েছেন আরিয়ান এবং নব্য, এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি টাইমস অব ইন্ডিয়া। তবে ইনস্টাগ্রাম থেকে নব্য একটি চার সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রে একটি ইয়টের উপর গানের তালে নাচছেন নব্য, পরনে সাঁতারের পোশাক।
এ নিয়ে যে এখন সামাজিক মাধ্যমে দারুণ তোলপাড়, তা তো আর বলার অপেক্ষা রাখে না! তবে কোনো পরিবারের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করছেন না।
https://youtu.be/eSCk0FvMit4
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন