সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দরসহ গোটা উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরসহ গোটা উপকূলে সূর্যের মুখ দেখা যায়নি। হালকা বৃষ্টিপাত ও বাতাসের কারণে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। ফলে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে।
কলাপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরসহ গোটা উপকূলে তিন নম্বর সর্তক সংকেত দেখানো হয়েছে। যে কারণে গভীর সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলাসহ সর্তক অবস্থায় চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার এ অবস্থা আরো দু-তিন দিন চলমান থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
এদিকে শনিবার ভোররাত থেকে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টিপাত। ফলে জনসাধারণের কাজকর্মে কিছুটা স্থাবিরতা দেখা দিয়েছে। মাঝে মাঝে হালকা বজ্রপাত ও বাতাসের কারণে দেখা দিয়েছে শীতের তীব্রতা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন