সম্পর্কে ভাঙনের স্পষ্ট লক্ষণগুলো চিনে নিন

সম্পর্কের মাঝে হঠাৎ করেই একটা ভয় ও আশঙ্কার অনুভূতি চলে আসে। মনে হয়, সঙ্গী-সঙ্গিনী অনেক দূরে চলে গেছে। কিছুই আর আগের মতো ঠিকঠাক নাই। কিছু লক্ষণে বোঝা যায় সম্পর্ক শেষ হতে চলেছে। সোশাল মিডিয়া ‘কুয়োরা’তে সম্পর্কের শেষ অবস্থার লক্ষণ তুলে ধরা হয়েছে।
১. বিবাহিত : যদি এমন কারো সঙ্গে সম্পর্কের শুরু হয় যিনি বিয়ে করেছেন, তবে জটিলতা সবচেয়ে বেশি থাকবে। দুজনের মাঝে যেকোনো একজন বিবাহিত বা বিবাহিতা থাকলে এ সম্পর্কের পরিণতি বোঝা দুষ্কর।
২. নিরাপত্তাহীনতা : সম্পর্কে কেউ নিরাপত্তা বোধ না করলে সেখানে বেশ বিতর্ক থাকে। এখানে সমস্যা লেগেই থাকবে। মতের অমিল, তর্ক এবং বিবাদ লেগেই থাকবে।
এ ক্ষেত্রে শেষ পর্যন্ত বিশেষজ্ঞের মতামতই গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। সম্পর্ক বিষয়ক থেরাপিস্ট ড. জন গটম্যান জানান, সম্পর্কে মোটামুটি চারটি বিষয় দেখা দিলেই বোঝা যাবে এর ইতি ঘটতে চলেছে। এগুলো হলো, একে অপরকে কটাক্ষ করে কথা বলা, লুকোচুরি, দুজনের মাঝে পাথরের মতো দেয়াল তুলে দেওয়া এবং অবজ্ঞা। সম্পর্ক ভাঙনে এগুলোই জঘন্য কারণ। সূত্র : ইনডিপেনডেন্ট
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন