সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সম্পাদক মাহফুজের বিরুদ্ধে মামলা মানা যায় না : ড. কামাল

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর তোপখানা রোড়স্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “ভাষা আন্দোলনের শিক্ষা ও ছাত্র সমাজের করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঐক্যবদ্ধ ছাত্র সমাজের নামে একটি সংগঠন এই সভার আয়োজন করে।

ড. কামাল বলেন, ‘এতগুলো মামলা কেনো করা হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। এসব মামলার ব্যাপারে জাতিসংঘসহ আন্তজাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানাচ্ছে।’

সংবিধানে স্পষ্টতার বিষয়টি উল্লেখ করে ড. কামাল বলেন, ‘সংবাদপত্রে বাক-স্বাধীনতার গ্যারান্টি দেয়া আছে। এতো বছর পর মাহফুজ আনামের বিরুদ্ধে ৭১-৭২টি মামলা হয়েছে, মানুষ অলরেডি জবাব চাইতে শুরু করেছে। সারা পৃথিবীতে মামলা দায়েরের ঘটনায় আওয়াজ উঠেছে। যারা এসব মামলা করেছে এদেশের মানুষ তাদেরকে যথাসময় জবাব দেবে।’ এব্যাপারে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংবিধান প্রণেতা ড. কামাল।

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লোভ-লালসা ত্যাগ করে এখনও সংগ্রামে আছি। আমি মন্ত্রী হবো না। অতীতে আমার ফোরাম ছেড়ে যারা চলে গেছে তারা মন্ত্রী হয়েছে, গাড়ি-বাড়ির মালিক হয়েছে।’

সম্প্রতি দেশের রাজনীতিবিদের রাতারাতি ভাগ্যের পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, ‘এ দেশ কোনো গোষ্ঠী, ব্যক্তি বা দলের না। এ দেশটাকে দলীয়করণ করার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এখন ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্যের নামে যা হচ্ছে, এই শব্দগুলো কোনো সভ্য দেশে নেই।’

বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে একটি গোষ্ঠী অপর্কম চালাচ্ছে অভিযোগ করে ড. কামাল বলেন, ‘এসব ন্যক্কারজনক ঘটনার আমি প্রতিবাদ জানাই।’ বঙ্গবন্ধুর আর্দশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা গরু-ছাগলের জাতি না। কারণ আমরা মানুষ। গরু-ছাগলের মাথা কেনা যায়, আমাদের মাথা কেনা যায় না।’

১৬ ডিসেম্বর কালো টাকা এবং দুনীর্তির কারণে বিজয় হয়নি জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে সবাই যদি এক হয়ে থাকি, তাহলে স্বাধীনতা বিরোধীরা এদেশ থেকে চলে যাবে। মুক্তিযুদ্ধের নামে যে ব্যবসা হচ্ছে তা বন্ধ করতে হবে। দেশে তথাকথিত কতগুলো নির্বাচন হচ্ছে। এর প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে হবে।’

ড. কামাল আরো বলেন, ‘জাতীয়তাবাদের চেতনাকে কেন্দ্র করে ৫২-এর ভাষা আন্দোলন, ৫৯ এবং ৬৯, ৭০ এবং ৭১ সালে পাকিস্তানকে হটিয়ে জাতীয়তাবাদের চেতনা বাস্তবায়িত হয় এ দেশে। এদেশের মানুষ প্রতিটি আন্দোলন-সংগ্রামে সফলতা অর্জন করেছে। তারা শোষিত, নিগৃহীত, অধিকার বঞ্চিতের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল। ঐক্যবদ্ধ থাকার কারণে এসব সম্ভব হয়েছে।’

সংবিধানে বৈষম্য দূরীকরণ ও দুনীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের মধ্যে বৈষম্য দূর করার কথাও উল্লেখ করেন ড. কামাল হোসেন।

আজম রূপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক ডাকসু ভিপি সুলতান মনসুর ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে