সম্পূর্ন নতুন পদ্ধতিতে রাজধানীতে নারী প্রতারক…সাবধান

রাজধানী ঢাকায় প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ানোর নজির নতুন নয়। বহু আগ থেকেই এটা চলে আসছে। হালে রাজধানীর আকার বেড়েছে, বেড়েছে মানুষের সংখ্যাও। নতুন ঢাকায় প্রতারণার ধরণও পাল্টে ফেলেছে প্রতারক চক্র। সবশেষ রাজধানীর বংশালে সোমবার বিকালে অভিনব উপায়ে একটি প্রতারণার ঘটনা ঘটেছে।
জানা যায়, জরুরি কাজে রাজধানীর টিকাটুলির বাসা থেকে লহ্মীবাজার যাচ্ছিলেন রুমানা জামান (ছদ্মনাম)নামের এক তরুণী। সড়কে গাড়ির চাপ এবং গন্তব্যে যাওয়ার তাড়া থাকায় তিনি বংশাল মোড়ে গিয়ে রিকশা থেকে নেমে ফুটপাত দিয়ে হাঁটা শুরু করেন। দ্রুত গতিতে হাঁটার সময় হঠাৎ বোরকা পরিহিত একজন মহিলা পাশে এসে দাঁড়ান এবং রুমানা জামানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপা আপনার কাছে খাওয়ার পানি আছে? খুব খারাপ লাগতেছে, আপু একটু পানি থাকলে দেন।’
গন্তব্যে যাওয়ার তাড়া থাকার পরও মহিলার এই মানবিক আবেদন অগ্রাহ্য করতে পারেননি রুমানা। সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে পানি দেয়ার সময়ই ঘটলো অঘটন। ব্যাগ থেকে পানি বের করে ঐ নারীর হাতে তুলে দেয়ার সময় কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ নিয়ে ভোঁ দৌঁড়। কিংকর্তব্যবিমূঢ় রুমানা সঙ্গে সঙ্গে চিৎকার দিলে আশপাশের মানুষ রুমানার দিকে ছুটে আসে। কিন্তু ততক্ষণে বেশ কিছুটা দূরে চলে যায় প্রতারক মহিলা। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিতে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সবার চোখের সামনে দিয়ে। আলাপকালে রুমানা জামান বলেন,ব্যাগের সঙ্গে খোয়া গেছে প্রায় তিন হাজার টাকা ও বেশ কিছু জরুরি কাগজ।
ভুক্তভোগী এই নারী বলেন, ‘মানবিক কারণে মহিলাকে পানি দিতে গিয়ে আজ চরম শিক্ষা পেলাম। আগে প্রতারণার কথা কমবেশি কানে আসলেও আমি আজ নিজেই এর শিকার হলাম। ওরা যা নিয়ে গেছে তা আর হয়তো পাবো না। কিন্তু কেউ যেন এমন প্রতারণার ফাঁদে আর যেন না পড়ে।’
তিনি আরও বলেন,‘আজকের ঘটনার পর ভাবছি রাস্তায় চলাচলের সময় আরেক জনের উপকার করার ইচ্ছা থাকার পরও তা করা যাবে না,করবোও না। হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য এখন আমি কার কাছে যাবো? কে করবে এই অন্যায়ের বিচার? মানুষের উপকার করতে গিয়ে যদি এভাবে বিপদে পড়তে হয়, সে উপকার না করাই ভালো। আজ আমি সে শিক্ষাই পেলাম।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন