রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত, শীঘ্রই মন্ত্রিসভায় উত্থাপন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, সম্প্রচার আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে, যাচাই বাছাই শেষে তা শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সম্প্রচার আইন প্রণয়নের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, প্রফেসর গোলাম রহমানের নেতৃত্বে কমিটি দীর্ঘদিন কাজ করার পর আইনের খসড়া আমাদের কাছে জমা দিয়েছে। মনে রাখা দরকার যে ওনারা এটা জমা দেওয়ার আগে, উন্মুক্ত আলাপ-আলোচনা সম্পন্ন করেছেন। ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখানে যে মতামতগুলো এসেছে, তা নিয়ে তারা কাজ করেছেন। খসড়া আইনটি মন্ত্রণালয়ে দিয়েছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। অল্প কয়েক দিনের ভেতরেই মন্ত্রিপরিষদে (মন্ত্রিসভা বৈঠকে) পাঠাব।

তথ্যমন্ত্রী বলেন, ২০১২ সালে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালা প্রণয়ন করেই থেমে নেই সরকার। সাংবাদিকদের কল্যাণকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে গঠন করেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল প্রথমবারের মতো এ ট্রাস্টের আওতায় ১৯৬ জনকে এক কোটি ৪০ লাখ টাকা সহায়তা ভাতা দিতে যাচ্ছেন।

ওই নীতিমালার আওতায় ২০১১-২০১২ অর্থ বছরে ৬১ জন অনুদানভোগীকে ৫০ লাখ টাকা, ২০১২-২০১৩ অর্থ বছরে ১৮৫ জনকে এক কোটি টাকা, ২০১৩-২০১৪ অর্থ বছরে ১৯৬ জনকে এক কোটি ১০ লাখ টাকা, ২০১৪-২০১৫ অর্থ বছরে ১৮১ জনকে এক কোটি ২০ লাখ টাকা এবং ২০১৫-২০১৬ অর্থ বছরে ১৯৬ জনকে এক কোটি ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসানুল হক ইনু বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য ও পদ্ধতিগত গবেষণা ছাড়াই বাংলাদেশে ঢালাওভাবে দুর্নীতি হচ্ছে বলে যে প্রচারণা চালানো হতো, তথ্য মন্ত্রণালয় তা চ্যালেঞ্জ করে। এর ফলে টিআইবি তার অবস্থান পরিবর্তন করে ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে সঠিক তথ্য প্রবাহের বিষয়ে মনোযোগী হয়।

অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে মন্ত্রী বলেন, নিবন্ধনের জন্য এক হাজার ৭০০ এর বেশি আবেদন জমা পড়েছে। আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করছি। আমার কীভাবে নিবন্ধন করব; কি করব না-সেজন্য অনলাইন নীতিমালা নিয়ে আলোচনা চলছে। সেটা চূড়ান্ত পর্যায়ে।

সরকার সঠিক তথ্য প্রবাহের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় আপনাদের (সাংবাদিক) কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছে, আপনারাও আপনাদের জায়গা থেকে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা