‘সম্বোধন তিন প্রকার’

একই বিশ্ববিদ্যালয়ে পড়ে রোহান ও অর্ষা। রোহান বোকাসোকা টাইপের একটা ছেলে। অন্যদিকে অর্ষা খুবই চালাক-চতুর একটা মেয়ে। রোহান পড়ালেখায় খুব ভালো। অর্ষা খুবই ফাঁকিবাজ। কথায় কথায় ঝগড়া করলেও অনেক মজার ঘটনা ঘটে তাদের মধ্যে।
সবমিলিয়ে ভালো যাচ্ছিল তাদের দিনগুলো। হঠাৎ একটি দুর্ঘটনা অর্ষাকে অনেক কষ্ট দেয়। জেদের বশে রোহানকে তাদের সহপাঠী অর্কের মত হতে বলে সে।
অর্ক পুরান ঢাকার ছেলে। নিয়মিত জিম করে। ওর একটা বাইক আছে এবং ও নিজেকে অনেক স্মার্ট মনে করে। অর্ষার কাছে অপমানিত হয়ে অর্কের কাছে যায় রোহান। চেষ্টা করে অর্কের মতো হতে। অর্ক বিভিন্ন উপায়ে রোহানকে তার মতো বানানোর চেষ্টা করে।
অন্যদিকে, অর্ক নিজে রোহানের মতো রূপ নিয়ে অর্ষার কাছে যায় এবং জানায় যে, রোহান মাস্তান হয়ে গেছে, চাঁদাবাজি করে ইত্যাদি ইত্যাদি। অর্কের ভন্ডামি বুঝতে পেরে তাকে অপমান করে অর্ষা- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘সম্বোধন তিন প্রকার’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, বিদ্যা সিনহা মীম, নাঈম প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন