সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আকস্মিক সিইও’র মুখে ঠেসে ধরলেন কেক (ভিডিও)

কোয়ানটেস এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালান জয়েস। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি হোটেলে ব্যবসায়িক সম্মেলন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই এক ব্যক্তি মঞ্চে গিয়ে বক্তব্যরত অ্যালানের মুখে আইসক্রিম মাখা বড়সড় কেক ঠেসে ধরলেন। খবর- মিররের
অ্যালান যখন বক্তব্য দিচ্ছিলেন তখন পরিপাটি পোশাকের এক ভদ্রলোক মঞ্চে ওঠেন। তার এ ওঠা নিয়ে কারও মনে কোনো সন্দেহ হয়নি। তিনি সোজা অ্যালানের দিকে যান। হাতে থাকা আইসক্রিম ভর্তি কেকের থালাটি তার মুখে ঠেসে ধরেন। এরপর নির্বিকার ভঙ্গিতে মঞ্চ থেকে নেমে যান। এমন পরিস্থিতিতে অবশ্য অ্যালানও শান্ত ছিলেন। তিনি শ্রোতাদের উদ্দেশে বলেন, কেন এমনটা হলো তিনি জানেন না। তবে এগুলো পরিষ্কার করে তিনি একটু পরই ফিরে আসছেন।
কিছুক্ষণের মধ্যেই বক্তৃতার মঞ্চে ফিরে আসেন সিইও অ্যালান জয়েস। ঘটনাটি নিয়ে মজা করে বলেন, ‘আরো এমন কেক থাকলে আপনারা আমাকে দিতে পারেন।’ পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যালান বলেন, কোন স্বাদের কেক আমার মুখমণ্ডলে ঠেসে ধরা হয়েছিল, তিনি বুঝতে করতে পারেননি।
তিনি বলেন, ‘এ কেকের স্বাদ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি কেকের তেমন ভক্ত না বলেই হয়তো বুঝতে পারিনি। এ ছাড়া সেটা চেখে দেখার সুযোগ পাইনি। বেশির ভাগটাই তো চশমায় লেগেছে। তবে পার্থ ছাড়ার আগে আমার একটা নতুন ড্রাই ক্লিনার লাগবে। কোনটা ভালো হবে, কেউ কি আমাকে পরামর্শ দিতে পারেন?’
যে ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন, তার নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি কেন এ ঘটনা ঘটালেন, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পরপরই অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে।
দেখুন সেই ভিডিও-
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন