‘সম্মেলনে যাওয়ার মতো পরিবেশ তৈরি করেনি আ. লীগ’
গণতান্ত্রিক পরিবেশ না থাকা ও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নির্যাতন, গুম-খুন অব্যাহত থাকায় বিএনপি আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি না যাওয়ার সিদ্ধান্তটাই সঠিক। কারণ আওয়ামী লীগ সম্মেলনে যাওয়ার মতো পরিবেশ তৈরি করেনি। গণতান্ত্রিক পরিবেশ থাকলে সম্মেলনে যাওয়া যেতো। তাঁরা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে আক্রমণ করে বক্তব্য দেয়। তাছাড়া বিএনপির কাউন্সিলেও আওয়ামী লীগ আসেনি। এইসব কথা বলেন রিজভী।
সরকার যে ভাবে বিএনপির নেতাকর্মীদের গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে এরকম পরিবেশে তাদের কাউন্সিলে উপস্থিত হওয়া যায় না। সরকার জনগণের প্রতিনিধি নয় নিজেদেরকে জমিদার মনে করছে। তারা গোটা রাজধানীকে দখল করে অবৈধ ভাবে কাউন্সিল করছে। সরকার দস্যুবৃত্তির মাধ্যমে সমস্ত কাজ করছে। এভাবে রাজনৈতিক কাউন্সিল হতে পারে না। এটাকে বর্ণাঢ্য বলা যাবে না, এটা বেহায়াপনা।।
সরকার বিএনপির কাউন্সিলে বিভিন্ন ভাবে বাধা দিয়েছে। রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছে। আমাদের ব্যানার পোস্টার লাগাতেও দেয়নি বলে অভিযোগ করেন রিজভী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন