সম্রাটের নির্দেশনায় তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি সমানতালে অভিনয় করছেন বিজ্ঞাপনে, নাটকে এবং সিনেমায়। অনেক নির্দেশকের নির্দেশনায় কাজ করলেও কখনোই নায়করাজ পুত্র খালিদ হোসেন সম্রাটের নির্দেশনায় কাজ করার সুযোগ হয়নি তার। এবারই প্রথম সম্রাটের নির্দেশনায় কাজ করলেন তানিয়া বৃষ্টি।
রানা জাকারিয়ার রচনায় সম্রাটের নির্দেশনায় তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন ‘ভয়ঙ্কর এক ছুটির দিন’ নাটকে। এতে তানিয়া বৃষ্টিকে একজন মডেল হিসেবে অভিনয় করতে দেখা যাবে। গত সপ্তাহে রাজধানীর অদূরে পূবাইলে একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটি নির্মাণ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘ভয়ঙ্কর এক ছুটির দিন নাটকের গল্প’র প্রেমে পড়বেন দর্শক। বলা যায় অনেক দিন পর একটি চ্যালেঞ্জিং গল্প নিয়ে নাটক নির্মাণ করেছি। তানিয়া বৃষ্টি আমার নির্দেশনায় প্রথম কাজ করেছে। কিন্তু অভিনয়ে তিনি বেশ ভালো করেছেন। দর্শক তার অভিনয়ে মুগ্ধ হবেন।’
সম্রাট জানান, বৃষ্টির কারণে শুটিংয়ে কিছুটা বিঘ্ন ঘটেছে। তাই আবার পূবাইলে একই লোকেশনে নাটকটির শুটিং হবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন,‘ সম্রাট ভাইয়ের নির্দেশনায় কাজ করে অভিনয় সম্পর্কে অনেক কিছুই জেনেছি আমি। তিনি একজন মেধাবী পরিচালক। সত্যিই তার নির্দেশনায় কাজ করতে পেরে আমি মুগ্ধ। নাটকে আমার চরিত্রের নাম মিলা। আমি একজন মডেল। সম্রাট ভাই আমাকে চরিত্রের গভীরে যেতে অনেক সহযোগিতা করেছেন। আমি তৃপ্ত কাজটি করতে পেরে।’
সম্রাট জানান শিগগিরই এটি চ্যানেল আইতে প্রচার হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন