শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সময় বিপর্যয় কাটেনি ট্রেনে, মানুষ যাচ্ছে গাদাগাদি করে

ঈদুল আযহার আগের দিন মহাসড়কে যানজট ও ভোগান্তি কমে আসলেও উল্টো চিত্র রেলে। বাড়ি যাওয়ার চেষ্টায় সকাল থেকে স্টেশনে ভিড় করেছে হাজারো যাত্রী। ট্রেনের ছাদে ও বগির ভেতরে গাদাগাদি করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে তারা।

রবিবার বিমানবন্দর স্টেশনে একটি ট্রেন বিকল হওয়ার পর শুরু হওয়া সময় বিপর্যয় এখনও কাটিয়ে উঠতে পারেনি ট্রেন। উল্টো বিলম্ব আরও বেড়েছে। বেশিরভাগ ট্রেনই সময় মত ছাড়তে পারেনি কমলাপুর থেকে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে রবিবার থেকে চারদিনের ঈদের ছুটি শুরু হওয়ায় এবার বাড়ি যাওয়ার স্রোত শুরু হয় মূলত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। এরপর প্রতিটি ট্রেনই ছেড়েছে উপচে পড়া ভিড় নিয়ে। তবে রবিবারের মধ্যে বাসে ভিড় কমে আসলেও ট্রেনের এই ভিড় কমেনি এতটুকু।

ঈদের আগের দিন ট্রেনে এত ভিড় থাকার অন্যতম কারণ পোশাক শ্রমিকরা। তাদের একটি বড় অংশই বেতন-বোনাস হাতে পেয়েছেন আগের দিন। তাই দেরি করেই যেতে হচ্ছে তাদের।

ঈদের আগের দিন সময় বিপর্যয়

সোমবার রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ের চার ঘণ্টা ১০মিনিট পর। সকাল ছয়টায় যাত্রা শুরুর কথা থাকলেও ট্রেনটি ছেড়েছে ১০টা ১০এ। খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তিন ঘণ্টা ১০মিনিট এবং দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ৫৫মিনিট বিলম্বে ছেড়েছে কমলাপুর থেকে।

রংপুর রুটের রংপুর এক্সপ্রেস কমলাপুর ছাড়ার কথা ছিল সকাল নয়টায়। পরে স্টেশন থেকে জানানো হয় বেলা সাড়ে ১২টায় ছেড়ে যাবে ট্রেনটি। কিন্তু সেই সময়ও ছাড়তে পারেনি এটি। বেলা একটার দিকে কেবল কমলাপুর পৌঁছে রংপুর এক্সপ্রেস।

রেল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে রবিবার বিমানবন্দর স্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেস দীর্ঘক্ষণ বিকল হয়ে থাকে। এ কারণে কমলাপুর থেকে প্রতিটি ট্রেনের যাত্রা বন্ধ থাকে তিন ঘণ্টা। এর প্রভাবে ট্রেনের সময়সূচি ভেঙে পড়ে পুরোপুরি।

সকাল থেকেই কমলাপুর স্টেশনে সকাল থেকে কাঙ্ক্ষিত ট্রেনের অ‌পেক্ষায় প্লাটফ‌র্মে ক‌য়েক হাজার যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। আর মুহূর্তেই বাড়ছে এই ভিড়।

বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে দেখা গেলো আমিনা, খালেদা, জেসমিন ও ফরিদাকে। সবাই যাবেন রংপুর। তারা সকাল নয়টা থেকেই স্টেশনে অবস্থান করছেন।

তারা সবাই একটি পোশাক কারখানায় চাকরি করেন। গতকালই তাদের বেতন বোনাস হয়েছে, বাস বা ট্রেনের আগাম টিকিট কাটা ছিল না কারও। ঢাকাটাইমসকে খালেদা বলেন, ‘আমরা আগে টিকিট নিতে পারি নাই। কিন্তু ঈদে বাড়ি তো যাওয়াই লাগবে। সেই সকাল থেকে অপেক্ষা করছি, কিন্তু ট্রেনের কোন খবরই নেই।’

জেসমিন বলেন, ‘বাসে জ্যামের কথা শুনে সাহস করি নাই, ট্রেনে যাবো বলে স্টেশনে আসলাম। কিন্তু যে ভিড়. তাতে ট্রেনে উঠতে পারব কি না কে জানে।’

‌কমলাপুরের স্টেশন ম্যা‌নেজার সিতাংশু চক্রবতী বলেন, ‘অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তার ওপর গতকাল একটি ট্রেন বিকল হওয়ায় অন্য ট্রেনগুলি সঠিক সময়ে ছাড়তে পারে নাই। এ কারণে ট্রেনগুলো ছাড়তে দে‌রি হচ্ছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে

নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালায় ফোরজি ইন্টারনেটের সর্বনিম্ন গতিবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
  • মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল