শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সময় শেষ হওয়ার পর জামায়াতের ইফতারে খালেদা

২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া পৌঁছানোর আগেই ইফতারের সময় শেষ হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপার্সন।

বিলম্বে ইফতার মাহফিলে অংশ নেয়ায় অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নানা গুঞ্জন দেখা দেয়। পরে মঞ্চ থেকে বলা হয়, বৃষ্টির কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগে রওনা দিয়েও নির্দিষ্ট সময় ইফতার পার্টিতে পৌঁছাতে পারেননি। তাই তিনি বক্তব্য দিতে পারছেন না। ভবিষ্যতে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। জামায়াতের ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে ২০ দলীয় জোটের নেতারা ইফতার মাহফিলে যোগ দেন।

জোট শরিকদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান শফিউল আলম প্রধান, জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আযহারুল হক, এনডিপি চেয়ারম্যান খন্দাকার গোলাম মুর্তজা, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাঈদ আমম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাদের মধ্যে ইফতারে যোগ দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দাকার মাহবুব হোসেন, ফজলে এলাহী আকবর, ব্যারিস্টার হায়দার আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামন রিপন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আমমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে ইফতার মাহফিলে অংশ নেন- দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, কলামিস্ট সাদেক খান, শওকত মাহমুদ, এম এ আজীজ, রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল হোসেন, আবদুল হাই শিকদার ও জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। জামায়াত নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ, কর্মপরিষদ সদস্য মাওলানা এ এস এম আব্দুল হালীম, মাওলানা মতিউর রহমান আকন্দ, ডা. রেদোয়ান উল্লাহ সাহেদী, মাওলানা জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।

এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহসান তাহকিক, আলী আহসান মাবরুর, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দেন। এছাড়া কবি আল মাহমুদ, শর্ষিনার ছোট পীর সাহেব আরিফ বিল্লাহ সিদ্দিকী ইফতার মাহফিলে যোগ দেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন

কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন

উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না

দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
  • কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
  • বাজেট হয় কাগজে কলমে, প্রতিফলন নেই সমাজে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি
  • ভেঙে যাচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকা