সময় হলেই কথা বলবেন সৈয়দ আশরাফ
১৯৪৯ সালের ২৩ জুন জন্ম নেওয়া দলটি ৬৮ বছরে পা দিয়েছে। প্রবীণ এই দল এখন যথেষ্ট প্রাজ্ঞ, অভিজ্ঞ ও বিচক্ষণ। তার পরিচয় মিলেছে সদ্য সমাপ্ত কাউন্সিল সভায়। দলের হাজার হাজার সদস্য মোটামুটি শৃঙ্খলা বজায় রেখেই সম্মেলনে অংশ নিয়েছেন। বলা যায়, এই কাউন্সিল সভা সফলভাবেই শেষ হয়েছে।
ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে গতকাল দলটির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সৈয়দ আশরাফুল ইসলামের স্থলে সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।
সাধারণ সম্পাদক পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেননি সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। জবাবে তিনি শুধু বলেন, ‘সময় হলে এ বিষয়ে পরে কথা বলবো।’
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকরা আশরাফকে প্রশ্ন করেন,‘কেন সাধারণ সম্পাদক পদ ছাড়লেন? নতুন সাধারণ সম্পাদক নিয়ে আপনার প্রতিক্রিয়া কি?’ জবাবে আশরাফ পরে এ বিষয়ে জানাবেন বলে জানান।
এদিকে আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি তিনি ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলনে যোগ দেন।
উল্লেখ্য, দলের ২০ তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এ সময় উপস্থিত কাউন্সিলররা কণ্ঠভোটে সম্মতি জানান। অন্যদিকে গত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামই সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এরপর তা সমর্থন করেন জাহাঙ্গীর কবীর নানক। আর কোনো নাম প্রস্তাব না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটি হয়নি সাধারণ সম্পাদক পদেও।
গত দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্বে পালনকারী সৈয়দ আশরাফ এবারও দলের সাধারণ সম্পাদক পদে আলোচিত ছিলেন। তবে জাতীয় সম্মেলন শুরুর দুই দিন আগে হঠাৎ করেই ওবায়দুল কাদেরের নাম শোনা যায়। যদিও মাস খানেক আগে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, এই পদে তিনি প্রার্থী নন।
এই সংক্রান্ত আরো সংবাদ
উত্তর প্রদেশে মাদ্রাসা চালু রাখতে বাধা কেটে গেল
ভারতের উত্তর প্রদেশে ২০০৪ সালে তৎকালীন রাজ্য সরকারের তৈরি মাদ্রাসাবিস্তারিত পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা, দানবাক্স উধাও
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশের হয়রত হাজী খাজা শাহবাজ (রাহ:) এরবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিজীবীদের জন্য ৯ নির্দেশনা
রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতি এড়াতে সতর্কবিস্তারিত পড়ুন