সরকারকে গোপনেও চাপ দিচ্ছে বিএনপি
কূটনৈতিক, রাজনৈতিক, আন্দোলনের হুমকি, কথা চালাচালিসহ বিভিন্নভাবে সরকারকে চাপ দিচ্ছে বিএনপি। উদ্দেশ্য একটাই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন। সেটি একাদশ জাতীয় নির্বাচন হোক কিংবা মধ্যবর্তী নির্বাচন হোক তাতে কোন আপত্তি নেই বিএনপির। দলটির একাধিক সিনিয়র নেতার সঙ্গে কথা বলে এমনই আভাস পাওয়া গেছে।
ওইসব নেতারা জানিয়েছেন, বিএনপির একটি মাত্র লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন। তবে এই একটি লক্ষ্য বাস্তবায়নের এর সঙ্গে যে আনুসাঙ্গিক যে কাজ রয়েছে বিএনপি তাই করে যাচ্ছে।বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, বর্তমানে বিএনপি সরকারকে আলোচনায় বসানোর জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল তারা গণতন্ত্রের বিশ্বাসী। এ জন্যই আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান চায়। যাতে করে দেশ ও জাতির কোন ধরনের ক্ষতি না হয়।
তবে সরকার যদি আলোচনায় বসে সুষ্ঠু সমাধান বের না করেন, তাহলে একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দল হয়ে বিএনপি তো আর বসে থাকতে পারে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রুখে দাঁড়াবে।
এদিকে দেশের রাজনৈতিক সুষ্ঠু সমাধানের লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠনের পূর্বে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার জন্য সরকারের কাছে নানানভাবে জোর দাবি জানাচ্ছে বিএনপি।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, বর্তমানে বিএনপি কূটনৈতিকভাবেও সরকারকে চাপ দিচ্ছে। মাঝে মধ্যে সরকারি দলের সঙ্গে ভিতরে ভিতরে আলোচনা করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি।বিএনপি নেতারা মনে করছে, আওয়ামী লীগ সরকার ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করেছে।
বর্তমানেও সরকার বন্দুক দেখিয়ে জোর করে ক্ষমতা দখল করে রয়েছে। তাই জনগণ তাদের ভোট প্রয়োগের সুযোগের অপেক্ষায় রয়েছে। ভোটের মাধ্যমেই এই উড়ে এসে জুড়ে বসা সরকারকে সমোচিত জবাব দিবে জনগণ।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি আশা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ, জনগণ ও গণতন্ত্রেরে স্বার্থে বিএনপির সঙ্গে আলোচনায় বসবে। পাশাপাশি একটি সুন্দর সমাধানের মাধ্যমে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। বিএনপি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় এবং একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি গণতান্ত্রিক উপায়ে বর্তমান সংকট মোকাবেলা করবে।
তিনি আরও বলেন, সরকার যদি বিএনপির প্রতি বন্ধু মনোভাব দেখায় এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে বিএনপি সেই নির্বাচনে যাবে। তবে নিজের ক্ষমতা পাকাপোক্ত কারার জন্য নিজের মতো করে নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে বিএনপি জনগণকে সাথে নিয়ে মোবাবেলা করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন