শনিবার, নভেম্বর ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সরকারকে ৪৮ ঘন্টার মধ্যে সাড়া দিচ্ছে ফেসবুক’

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের গঠনমূলক ব্যবহারের পাশাপাশি ইদানিংকালে মানহানিকর প্রচারণা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এসব সমস্যা দূরীকরণের জন্য সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত ফেসবুক কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়ে থাকে। বর্তমানে ফেসবুক কতৃপক্ষ ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দিচ্ছে সরকারকে।

সোমবার বিকেলে জাতীয় সংসদে সংসদ সদস্য ফিরোজা বেগমের (মহিলা আসন_৩৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, ‘ফেসবুকের গঠনমূলক ব্যবহারের পাশাপাশি এর ধ্বংসাত্মক বিশেষকরে সমাজে অস্থিতিশীলতা, বৈষম্যমুলক প্রচারণা ও নানাবিধ মানহানিকর প্রচারণা ইনাদিংকালে বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা দূরীকরণের জন্য প্রতিনিয়ত ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়ে থাকে। সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে মুল দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অনুরোধে ও প্রেরিত তালিকা অনুযায়ী বিগত দেড় বছরে ফেসবুক কতৃপক্ষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে সন্ত্রাস, ধর্মীয় উস্কানীসহ অন্যান্য আপত্তিকর বিষয়ে সর্বমোট ১৯৬ টি একাউন্ট, পেইজ/লিঙ্ক বন্ধ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়। এরমধ্যে তারা মোট ৮৭টি একাউন্ট, পেইজ/লিঙ্ক বন্ধ করেছে এবং বর্তমানে তারা ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দিচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, এনটিএমসি এবং গোয়েন্দা সংস্থা হতে জঙ্গিবাদ ছড়ানো বিষয়ে ফেসবুক এবং অনলাইন মিডিয়ার সর্বমোট ৩১টি একাউন্ট, পেইজ/লিঙ্ক এবং বিভিন্ন নিউজ পোর্টাল, ব্লগ বন্ধ করার জন্য ফেসবুক কতৃপক্ষ এবং সকল আইআইজিকে অনুরোধ করা হয়। এর মধ্যে মোট ২৬টি একাউন্ট, পেইজ/লিঙ্ক এবং নিউজ পোর্টাল, ব্লগ বন্ধ হয়েছে।’

তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে সংগঠিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে এবং এ ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার উদ্দেশ্যে ইন্টারনেট সেফটি সলিউশন নামক সিস্টেম ক্রয় পক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াসহ অনলাইন মিডিয়াগুলো মানুষের সক্ষমতা অনেক ক্ষেত্রেই বৃদ্ধি করে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো বাংলাদেশেও কখনও কখনও এর অপব্যবহার লক্ষণীয়। এ সমস্থ মিডিয়ার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে মিডিয়াগুলোর নিজস্ব নীতিমালা রয়েছে। যেমন ফেসবুক এবং গুগলের তাদের নিজস্ব নীতিমালা দ্বারাই পরিচালিত। এছাড়াও দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০১৩ এবং তথ্য অধিকার প্রবিধামালা-২০১০ রয়েছে। এছাড়া জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬ প্রণয়নের কাজ চলছে।’

সকল সাইবার ক্যাফে সিসিটিভি স্থাপন এবং রেকর্ড সংরক্ষণসহ এ সংক্রান্ত অনুশাসনসমুহ কঠোরভাবে মনিটরিংয়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘তা বিগত ১ বছর ধরে কার্যকর হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?

যার নেতৃত্বে গত মৌসুমে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জিতলো কলকাতাবিস্তারিত পড়ুন

ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলেরবিস্তারিত পড়ুন

নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছেঁটে দিয়ে নতুন কোচের নামবিস্তারিত পড়ুন

  • নাহিদ: সর্বক্ষেত্রে তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে
  • বন্যায় স্পেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫৮
  • জাতীয় পার্টির শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত
  • মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ
  • চালের সরবরাহ স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার
  • অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন
  • ৪ বার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
  • স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে ৭ কলেজ
  • নামের মিলে আটক, ৫ ঘণ্টা পর মুক্ত ঢাকা ট্রিবিউনের সাংবাদিক
  • বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন