বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৬ হাজার টন চাল

সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে আমদানি করা চালের প্রথম চালানের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। প্রথম চালানে এসেছে ২৬,২৫০ মেট্রিক টন চাল।

বুধবার (৫ মার্চ) বেলা ২টার দিকে জাহাজটি বন্দরের কনটেইনার টার্মিনালে নোঙর করে। রাতেই চাল খালাস শুরু হবে বলে জানালেন খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তরের কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ-পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান এসেছে।

খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর জানিয়েছে, পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয়। খাদ্য অধিদপ্তর এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জি-টু-জি ভিত্তিতে আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজটি মঙ্গলবার (৪ মার্চ) রাত ২টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। বুধবার বেলা ২টায় জাহাজটি বন্দরের সিসিটি-১ ভিড়েছে। রাতেই চাল খালাস শুরু হবে।  

চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তরের নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় চাকমা বলেন, “পাকিস্তান থেকে চুক্তির ৫০ হাজার মেট্রিক টন আতপ চালের মধ্যে প্রথম চালানে ২৬,২৫০ মেট্রিক টন চাল বন্দরে পৌঁছেছে। আমদানি চালের নমুনা পরীক্ষা ও সার্ভে শেষ হলে চাল খালাস শুরু হবে। আশা করছি, সব প্রক্রিয়া শেষ করে বুধবার রাত থেকে খালাস শুরু করা যাবে। আমদানির বাকি চাল নিয়ে আরেকটি জাহাজ আগামী সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।”

চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তরের খাদ্য পরিদর্শক মহিউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “একটি জাহাজ থেকে দৈনিক প্রায় তিন হাজার মেট্রিক টনের মতো চাল খালাস সম্ভব হয়। সে অনুযায়ী পাকিস্তান থেকে আসা জাহাজের ২৫,২৫০ মেট্রিক টন চাল খালাস করতে আট দিন লাগতে পারে। চট্টগ্রাম বন্দরে গত মাসে ৯৩,৭৮৩ মেট্রিক টন চাল খালাস হয়েছে। এসব চাল ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ছে

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্যবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর নাম বদলে স্বাধীনতাবিরোধী শাহ আজিজের নামে হলের নাম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার

বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল, তাবিস্তারিত পড়ুন

  • ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকে নামিয়ে আনলো জাতিসংঘ
  • রোজার দ্বিতীয় দিনেও বাজারে নেই সয়াবিন তেল
  • টানা ৩ দিন কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
  • ফেনীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
  • পররাষ্ট্র মন্ত্রণালয়: ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়
  • শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের বিরোধের পর বাস ধর্মঘট
  • অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
  • রমজান মাস উপলক্ষে যে নির্দেশনা দিল মেট্রোরেল
  • বিএসএমএমইউয়ে বহির্বিভাগে চালু হলো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট
  • মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৬০ মাদক কারবারি-ছিনতাইকারী আটক